Advertisement
Advertisement

সময়সীমা শেষ, সংঘাতেই নামছেন মমতা

দিল্লিতে গিয়ে জনস্বার্থে লড়াই আরও তীব্র করে তোলার পরিকল্পনা মুখ্যমন্ত্রীর৷

West Bengal Chief Minister Mamata Banerjee on Sunday said Prime Minister Narendra Modi was attacking any one who opposes his policy
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 21, 2016 9:03 am
  • Updated:June 23, 2022 7:58 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোটকাণ্ডে রাজনৈতিক সংঘাত আরও বাড়ল৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিযোগের জবাব দেওয়ার পাশাপাশি দিল্লিতে গিয়ে জনস্বার্থে লড়াই আরও তীব্র করে তোলার পরিকল্পনা নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কেন্দ্রকে দেওয়া তাঁর তিনদিনের সময়সীমা আজ শেষ হচ্ছে৷

বস্তুত, নোটকাণ্ডের জেরে দিল্লিতে নতুন সমীকরণ দেখা যাচ্ছে৷ মমতার নেতৃত্বেই বিরোধী ঐক্য গড়ে উঠছে৷ স্বভাবতই চিন্তায় কেন্দ্রীয় সরকার ও বিজেপি৷ সেটা রবিবার বোঝা গেল মোদির ভাষণে৷ এদিন আগ্রায় প্রধানমন্ত্রী কারও নাম না করে আচমকা বিরোধীদের নিশানা করে বলেন, “বহু মানুষ চিট ফান্ডে ক্ষতিগ্রস্ত৷ যাদের বিরুদ্ধেই অভিযোগ, তারাই এখন আমাদের দিকে আঙুল তুলছে৷” এর তীব্র প্রতিবাদ করে মুখ্যমন্ত্রী দফায় দফায় টুইট করেন৷ এবং বলেন, “প্রধানমন্ত্রীজি, আপনার নীতির বিরোধিতা করলেই তিনি দুর্নীতিগ্রস্ত হয়ে যাবেন? আপনি কি জাদুকর নাকি? আপনাদের নীতির জন্য দেশের মানুষের দুর্দশা চলছে৷ তাদের কষ্ট আগে বুঝুন৷” মমতা আরও বলেন, “দেশের অর্থনীতি তছনছ হয়ে গিয়েছে৷ রাজ্যগুলির অবস্থা খারাপ৷ কোটি কোটি মানুষ দুঃখী, আর আপনি মজা করে বেড়াচ্ছেন! মানুষ আপনাকে ক্ষমা করবে না৷”

Advertisement

নোট কাণ্ড নিয়ে শুরু থেকেই প্রতিবাদ করে যাচ্ছেন মুখ্যমন্ত্রী৷ তাঁর মূল অভিযোগ, সরকারের কাজের জন্য মানুষের কেন ভোগান্তি হবে? কেন পর্যাপ্ত নোট আগে না ছাপিয়ে পাঁচশো টাকার পুরনো নোট বাতিল হবে? দিল্লিতে গিয়ে তিনি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে এ অভিযোগ করেও আসেন৷ মানুষের ভোগান্তি বাড়তে থাকায় ক্ষিপ্ত হয়ে উঠেছেন মমতা৷ এর মধ্যেই এদিন আগ্রায় প্রধানমন্ত্রী বিরোধীদের নিশানা করেছেন খবর পাওয়ার পরই একটি প্রতিবাদী কবিতা লেখেন৷ তার পর পরপর টুইট৷ নিশানায় মোদি৷ এর আগে প্রধানমন্ত্রীর জাপানে চলে যাওয়া নিয়েও কটাক্ষ করেছিলেন মমতা৷ এমনকী, মানুষের পাশে দাঁড়াতে নিজের ব্যাংকক সফরও বাতিল করেন৷

এই মুহূর্তে পরিস্থিতি যা, তাতে প্রধানমন্ত্রীর সঙ্গে সংঘাত আরও তীব্র করে তুলতে চলেছেন নেত্রী৷ রাজ্যে তৃণমূলের আন্দোলন কর্মসূচি ঘোষণা করাই আছে৷ মুখ্যমন্ত্রী হুমকি দিয়ে রেখেছেন, দাবি পূরণ না হলে অর্থাত্‍ মানুষের ভোগান্তি না কমলে দেশজুড়ে আন্দোলন করবেন৷ খুব স্বাভাবিকভাবেই আগামী ক’টাদিন তাঁর দিকেই নজর থাকবে গোটা দেশের৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement