Advertisement
Advertisement

Breaking News

তৃণমূল

কালিয়াগঞ্জে পদ্মকে টেক্কা দিল ঘাসফুল, হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয়ী তৃণমূল

করিমপুর ও খড়গপুরে এগিয়ে তৃণমূল।

West Bengal bypolls 2019: TMC captures Kaliaganj
Published by: Tiyasha Sarkar
  • Posted:November 28, 2019 12:39 pm
  • Updated:November 28, 2019 12:39 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ব্যুরো: হাড্ডাহাড্ডি লড়াইয়ে বিজেপিকে পিছনে ফেলে কালিয়াগঞ্জ বিধানসভা নিজেদের দখলে নিল তৃণমূল। জয়ী হলেন প্রার্থী তপন দেব সিনহা। জয় প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ঔদ্ধত্যের ফল পেয়েছে বিজেপি।’ বাকি দুই কেন্দ্র অর্থাৎ করিমপুর ও খড়গপুরেও এগিয়ে রয়েছে তৃণমূল।

ভোটগণনা শুরুর পর বেশ কিছুক্ষণ তিনটি কেন্দ্রেই পিছিয়ে ছিল তৃণমূল। পঞ্চম রাউন্ডের গণনার পর থেকে বদলাতে শুরু করে ছবি। তিনটি কেন্দ্রেই প্রতিপক্ষকে পিছনে ফেলে এগোতে শুরু করে তৃণমূল প্রার্থীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত একাদশ রাউন্ডের শেষে খড়গপুরে দিলীপ ঘোষের খাসতালুকে প্রায় ১৭ হাজার ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার। করিমপুরের তৃণমূল প্রার্থী এগিয়ে ২৫ হাজার ভোটে।

Advertisement

কালিয়াগঞ্জ

প্রয়াত কংগ্রেস নেতা প্রিয়রঞ্জন দাশমুন্সির ঘাঁটি কালিয়াগঞ্জে কোনওদিনই সুবিধা করতে পারেনি তৃণমূল। গত বিধানসভা নির্বাচনে প্রায় ৪৭ হাজার ভোটে প্রতিপক্ষকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছিল কংগ্রেস। লোকসভাতেও বিপুল ভোটে এগিয়ে ছিল বিজেপি। ২০১৯ বিধানসভা উপনির্বাচনে ভোটগণনা শুরুর পর থেকেই কালিয়াগঞ্জে এগিয়ে ছিলেন বিজেপি প্রার্থী কমলচন্দ্র সরকার। কিন্তু সপ্তম রাউন্ডের শেষে প্রতিপক্ষকে পিছনে ফেলে এগিয়ে যান তৃণমূল প্রার্থী তপন দেব সিনহা। গণনা শেষে ২৩০৪ ভোটে জয়ী হন তৃণমূল প্রার্থী। এই প্রথম কালিয়াগঞ্জ কেন্দ্র নিজেদের দখলে পেল শাসক শিবির। ইতিমধ্যেই কালিয়াগঞ্জে বিজয় উল্লাসে মেতেছেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। মুখ্যমন্ত্রীর কথায়, ‘বিজেপির ঔদ্ধত্যের জন্য এই ভরাডুবি। এই জয় মানুষের জয়।’

খড়গপুর

গণনা শুরুর পর বেশ কিছুক্ষণ বিজেপি ও তৃণমূল প্রার্থীকে পিছনে ফেলে এগিয়ে ছিলেন বাম-কংগ্রেস জোটপ্রার্থী চিত্তরঞ্জন মণ্ডল। তবে কয়েক রাউন্ড গণনার পর এগিয়ে যান তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও প্রায় ১৬ হাজার ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী। অর্থাৎ দিলীপ ঘোষের এলাকাতেও এবার সবুজের জয়জয়কার।

করিমপুর

ভোটগণনা শুরুর পর বেশ কিছুক্ষণ এগিয়ে ছিলেন করিমপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদার। তবে কয়েক রাউন্ড গণনার পরই জয়প্রকাশকে পিছনে ফেলে এগিয়ে যান তৃণমূল প্রার্থী বিমলেন্দু সিংহরায়। প্রায় ২৩ হাজার ব্যবধানে এগিয়ে তিনি।

অর্থাৎ গণনার শেষপ্রান্তে পৌঁছে একটি কেন্দ্রে ইতিমধ্যেই জয়ী তৃণমূল। বাকি ২ কেন্দ্রে পিছিয়ে পড়েছে বিজেপি। তবে এখনই হার মানতে রাজি নন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। তাঁর কথায়, “মুসলিম এলাকার ভোটগণনা হয়েছে, তাই এই ফল। শেষে খেলা ঘুরবেই।” 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement