Advertisement
Advertisement

Breaking News

West Bengal BJP's woman wing

নির্যাতিতাদের আইনি সাহায্য দেওয়ার উদ্যোগ, বঙ্গে ‘কবচ’ বানাল বিজেপির মহিলা মোর্চা

সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে একথা জানিয়েছে অগ্নিমিত্রা পাল।

West Bengal BJP's woman wing establish legal unit for needy woman

ফাইল ছবি

Published by: Soumya Mukherjee
  • Posted:December 6, 2020 10:57 pm
  • Updated:December 6, 2020 11:02 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে নারী নির্যাতনের ঘটনা আগের থেকে অনেক বেড়েছে বলে সবসময়ই অভিযোগ করে বিরোধীরা। কিছু ঘটনার ফলে রাজ্যজুড়ে আন্দোলন বা বিক্ষোভও হয়। কিন্তু, কয়েকদিন বাদে চুপচাপ হয়ে যায় সবাই। বিশেষ বড় কোনও ঘটনা না হলে খোঁজও রাখে না কেউ। এর ফলে আইনি-সহ সমস্ত ঝামেলাই পোয়াতে নির্যাতিতা ও তাঁর পরিবারকে। বিষয়টি চিন্তা করে কিছুদিন ধরেই তাঁদের সাহায্য করার জন্য প্রস্তুতি নিচ্ছিল বঙ্গ বিজেপির মহিলা মোর্চা। অবশেষে সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে রবিবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অসহায় মহিলাদের জন্য আইনি সাহায্য দেওয়ার প্রকল্প ‘কবচ’ চালুর করার কথা ঘোষণা করা হল।

BJP woman wing

Advertisement

রবিবার এই বিষয়ে সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করেন বিজেপি মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। তাতে তিনি লিখেছেন, বাংলার অসহায় নির্যাতিত নারীরা, যারা পয়সার অভাবে আইনি (legal) সাহায্য পান না। পুলিশ ইচ্ছাকৃতভাবে যাদের কথা শোনেন না। তাদের সাহায্য করতে মহিলা মোর্চার নব প্রকল্প ‘কবচ’। আমাদের মোর্চার উকিল যোদ্ধারা জেলা জেলায় প্রতিটি নির্যাতিত নারীর হয়ে লড়াই করবে। তাদের আইনি পরামর্শ দেবে এবং পাশে দাঁড়াবে। কথা দিলাম, যে দুষ্কৃতীরা এখনও জেলে যাননি, টেনে টেনে তাদের গারদে পুরবো আমরা। মহিলা মোর্চা জিন্দাবাদ।

[আরও পড়ুন: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগের ডিন তৃণমূলের মুখপাত্র ওমপ্রকাশ মিশ্র! শুরু বিতর্ক]

এর আগে পশ্চিম মেদিনীপুরে মহিলাদের মার্শাল আর্ট সেখানের ব্যবস্থা করা হয়েছিল মহিলা মোর্চার তরফে। নিজেদের সুরক্ষার ব্যবস্থা যাতে মহিলারা নিজেরাই করতে পারেন তার জন্যই এই উদ্যোগ বলে উল্লেখ করা হয়েছিল। ‘উমা’ নামে ওই প্রকল্পের শুরু হয়েছিল পশ্চিম মেদিনীপুর থেকে। ১২ থেকে ৩০ বছরের মেয়েদের প্রশিক্ষণ দিতে কলকাতা থেকে মহিলা প্রশিক্ষকরা গিয়েছিলেন। সেখানে আত্মরক্ষার কিছু পদ্ধতি শেখার পর মহিলা মোর্চার সদস্যরা প্রতিটি বুথের মহিলাদের প্রশিক্ষণ দেবেন বলেও তখন জানানো হয়েছিল।

[আরও পড়ুন: ‘সংবিধানের উলটো পথে চলছে আমলা-পুলিশ’, ক্ষোভ প্রকাশ রাজ্যপালের, পালটা দিলেন ফিরহাদ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement