Advertisement
Advertisement

Breaking News

West Bengal assembly polls

ঘরের মেয়ে মমতা, নন্দীগ্রামের দোকানে নিজের হাতে চা বানালেন মুখ্যমন্ত্রী

বৃহস্পতিবার ইস্তেহার প্রকাশ করবে তৃণমূল।

West Bengal assembly polls: Mamata Banerjee makes tea at Nandigram eatery | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:March 9, 2021 7:52 pm
  • Updated:March 9, 2021 8:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের সেই চেনা রূপে মমতা। মঙ্গলবার নন্দীগ্রামে দলীয় কর্মসূচির মাঝেই চায়ের দোকানে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।চা বানাতে দেখা গেল তাঁকে। রাজ্যের মুখ্যমন্ত্রীকে এই রূপে দেখতে পেয়ে চায়ের দোকানে ভিড় করেন নন্দীগ্রামবাসী। 

মঙ্গলবার দুপুরে নন্দীগ্রামে বটতলা মাঠে কর্মিসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সভা শেষে শহিদ বেদিতে মাল্যদান করেন তিনি। এরপর এলাকার একাধিক মন্দিরে পুজো দেন। খোশমেজাজে কাসরও বাজাতে দেখা যায় তাঁকে।

Advertisement

West Bengal assembly polls: Mamata Banerjee makes tea at Nandigram eatery

মুখ্যমন্ত্রীকে দেখতে পেয়ে স্বাভাবিকভাবেই ভিড় জমান সাধারণ মানুষ। অনেকেই চেষ্টা করেন ‘দিদি’র কাছে নিজেদের অভাব-অভিযোগ তুলে ধরতে। কেউ আবার সরকারি সহযোগিতার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান। কিছুক্ষণ পর মন্দির থেকে মাজারের উদ্দেশে রওনা হন তৃণমূল সুপ্রিমো। সেখানেও বেশ কিছুক্ষণ সময় কাটান তিনি। জনসংযোগ করেন। 

West Bengal assembly polls: Mamata Banerjee makes tea at Nandigram eatery

মাজার থেকে বেরিয়ে পরবর্তী গন্তব্যে যাওয়ার পথে হঠাৎই চায়ের দোকানে ঢুকে পড়েন মমতা। তৈরি করেন চা। এরপর কাপে ঢেলে তা পরিবেশনও করেন। কথা বলেন দোকান মালিকের সঙ্গে। শোনেন তাঁদের সমস্যার কথা। আশ্বাস দেন পাশে থাকার।

[আরও পড়ুন: ‘আমিও বহিরাগত? তাহলে তো মুখ্যমন্ত্রী হওয়াই উচিত ছিল না’, নন্দীগ্রামে BJP’কে জবাব মমতার]

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আজ অর্থাৎ মঙ্গলবার রাতে নন্দীগ্রামে ভাড়া করা বাড়িতে থাকবেন তিনি। তাঁর সঙ্গে দু’জন থাকবেন। আগামিকাল হলদিয়া প্রশাসনিক ভবনে মনোনয়ন পেশ করবেন তিনি।মিছিল করার কথাও রয়েছে। সম্ভবত আগামিকাল সন্ধেয় কলকাতা ফিরবেন তিনি। কারণ, পরশু ইস্তেহার প্রকাশ করবে তৃণমূল। তবে শীঘ্রই ফের নিজের কেন্দ্র নন্দীগ্রামে যাবেন বলে জানিয়েছেন তৃণমূল নেত্রী। পাশাপাশি, ধন্যবাদ জানিয়েছেন নন্দীগ্রামবাসীকে। বলেছেন, ওই এলাকার মানুষের ভালবাসায় আপ্লুত তিনি।

[আরও পড়ুন: তৃণমূলের যোগ্যরাই স্থান পাচ্ছেন বিজেপিতে! ‘বেনোজল’ প্রসঙ্গে মন্তব্য দিলীপের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement