Advertisement
Advertisement
West Bengal Assembly Polls 2021

সাতদিনেই মোহভঙ্গ! বিজেপি ছেড়ে তৃণমূলে ফেরার ইচ্ছাপ্রকাশ বাচ্চু হাঁসদার

১০ মার্চ বিজেপিতে যোগ দিয়েছিলেন বাচ্চু হাঁসদা।

West Bengal Assembly Polls 2021: Former minister Bachchu Hansda set to return to his old party, TMC | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:March 17, 2021 10:50 am
  • Updated:March 17, 2021 11:38 am

রাজা দাস,বালুরঘাট: মাত্র সাতদিনেই মোহভঙ্গ! বিজেপি ছেড়ে ফের তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ করলেন দক্ষিণ দিনাজপুর (Dakshin Dinajpur) জেলার তপন বিধানসভার বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী বাচ্চু হাঁসদা (Bachchu Hansda)। তবে তাঁকে পুনরায় ফেরানোর বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন তৃণমূলের জেলা সভাপতি গৌতম দাস।

তৃণমূলের (TMC) টিকিটে গত ২০১১ এবং ২০১৬ সালে তপন (Tapan) বিধানসভা থেকে নির্বাচিত হয়েছিলেন বাচ্চু হাঁসদা। তিনি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রীর দায়িত্বও সামলেছেন। কিন্তু এবার তৃণমূলের প্রার্থী তালিকা থেকে বাদ পড়েন তিনি। সোনালী গুহ-সহ একাধিক নেতা-নেত্রীর মতোই টিকিট না পেয়ে দলের প্রতি ক্ষোভ প্রকাশ করেন তিনি। সিদ্ধান্ত নেন শিবির বদলের। গত ১০ মার্চ কলকাতায় এসে রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) হাত থেকে পতাকা নিয়ে বিজেপিতে যোগ দেন তিনি। কিন্তু কলকাতা থেকে জেলায় ফিরে কার্যত কোণঠাসা হয়ে পড়েন তিনি। বিজেপির কোনও কর্মসূচিতেই দেখা যায়নি তাঁকে। এই পরিস্থিতিতে তিনি ইঙ্গিত দেন তৃণমূলে ফিরতে পারেন বলে।

Advertisement

[আরও পড়ুন: ‘বুথের ১০০ মিটারের মধ্যে রাজ্য পুলিশ নয়, ভোট সামলাবে শুধু আধাসেনা’, সিদ্ধান্ত কমিশনের]

বুধবার সকালে সরাসরি তৃণমূলে ফেরার ইচ্ছা প্রকাশ করেন বাচ্চু হাঁসদা। কিন্ত আদৌ ফের তাঁকে তৃণমূলে নেওয়া হবে কিনা তা নিয়ে ধন্ধে খোদ দলত্যাগী ওই বিধায়ক। বাচ্চু হাঁসদা বলেন, “বিজেপিতে যোগদানের পর আমার সঙ্গে যোগাযোগ করেননি তাঁদের জেলার কোনও নেতা বা কর্মী। আমাকে কাজে নামানোর ব্যপারেও কেউ কিচ্ছু জানায়নি। ক’দিন ধরেই বিষয়টি নিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। ইতিমধ্যে আমার সঙ্গে যোগাযোগ হয়েছে তৃণমূলের। রাজ্য ও জেলাস্তরের তৃণমূল নেতারা আমাকে পুনরায় দলে ফিরে যাওয়ার কথা বলেছিলেন। সবদিক বিবেচনা করে আমি তৃণমূলে ফেরার ইচ্ছাপ্রকাশ করেছি। এনিয়ে আলোচনা চলছে। তবে ইচ্ছাপ্রকাশ করলেই আমাকে তৃণমূলে ফিরিয়ে নেবে তার কোনও মানে নেই। তবে আমি প্রস্তুত রয়েছি তৃণমূলে ফেরার জন্য।”

[আরও পড়ুন: পাওনাদারদের চাপে দেড়মাস ঘরছাড়া, কলকাতার হোটেলে ‘আত্মহত্যা’র নেপথ্যে চূড়ান্ত আর্থিক অনটন?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement