Advertisement
Advertisement
West Bengal assembly Election

‘দিদি বলছেন খেলা হবে, বিজেপি বলছে…”, পুরুলিয়ার সভায় পালটা স্লোগান মোদির

নন্দীগ্রামে মমতার আঘাত পাওয়া নিয়েও মুখ খুললেন প্রধানমন্ত্রী।

West Bengal assembly Election: PM Modi counters TMC's popular slogan | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:March 18, 2021 12:53 pm
  • Updated:March 18, 2021 1:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বঙ্গে ভোটের (West Bengal assembly Elections) বাজার মাতিয়ে রেখেছে শাসকদলের ‘খেলা হবে’ স্লোগান। তৃণমূলের ছোট-বড় নেতারা তো বটেই, খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মুখেও শোনা গিয়েছে এই স্লোগান। যা গত কয়েক মাসে প্রচারে সামান্য অ্যাডভান্টেজই দিচ্ছিল শাসক শিবির। এবার তৃণমূলের সেই ‘খেলা হবে’ স্লোগানের পালটা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পুরুলিয়ার সভা থেকে মোদি জানিয়ে দিলেন, “কোনও রকম খেলা নয়, বিজেপি শুধু উন্নয়নের কথা বলবে। প্রধানমন্ত্রীর অভিযোগ, ভয় দেখানো দিদির অস্ত্র। যে কারণে খেলা হবে স্লোগান দেখিয়ে ভীতির সৃষ্টি করা হচ্ছে।”

পুরুলিয়ার (Purulia) সভা থেকে প্রধানমন্ত্রীর হুঙ্কার, “অত্যাচার অনেক করেছ দিদি। ভয় দেখানোই তোমার অস্ত্র। রুখে দাঁড়াবে বাংলার মানুষ। মা দুর্গার আশীর্বাদে বাংলার মানুষ করবে তোমাকে পরাস্ত।” তৃণমূলের জনপ্রিয় স্লোগানকে কটাক্ষ করে মোদি বললেন, “বাংলায় তৃণমূলের হাতে গোনা কয়েকটা দিন বাকি আছে। সেটা বুঝতে পেরেই দিদি বলছেন, ‘খেলা হবে’। দিদি বলেন ‘খেলা হবে’, বিজেপি বলে চাকরি হবে। দিদি বলেন খেলা হবে, বিজেপি বলে শিক্ষা হবে। দিদি বলেন খেলা হবে, বিজেপি বলে মহিলাদের উত্থান হবে। দিদি বলেন খেলা হবে, বিজেপি বলে যুব শক্তির প্রকৃত উত্থান হবে। দিদি বলেন খেলা হবে, বিজেপি বলে সোনার বাংলা তৈরি হবে। দিদি বলেন খেলা হবে, বিজেপি বলে প্রত্যেক ঘরে জল হবে। দিদি বলেন খেলা হবে, বিজেপি বলে হাসপাতাল হবে। দিদি বলেন খেলা হবে, বিজেপি বলে, স্কুল হবে দিদি, স্কুল হবে।”

Advertisement

[আরও পড়ুন: ‘দিদি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন’, পুরুলিয়ার সভা থেকে মমতার আরোগ্য কামনা মোদির]

নতুন এই স্লোগান তোলার পরই মোদির কটাক্ষ,”ও দিদি বাংলায় খেলা এবার শেষ হবে। বিকাশ আরম্ভ হবে। দিদির বাংলার মানুষের থেকে বেশি খেলার চিন্তা। দিদি ভুলে গিয়েছেন, এবার গোটা বাংলা আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে আছে। চুরির খেলা আর হবে না দিদি।” নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়া নিয়ে এতদিন মুখ না খুললেও এদিন মমতার দ্রুত আরোগ্য কামনা করেন প্রধানমন্ত্রী। বলেন, “দিদি আমাদের চোখে আপনিও বাংলার মেয়ে। আপনাকে আমরা সম্মান করি। ভগবানের কাছে প্রার্থনা তুমি দ্রুত সুস্থ হয়ে যাও।” কিন্তু সুস্থতা কামনা করেও মুখ্যমন্ত্রীর আহত হওয়ার ঘটনাকে পরোক্ষে কটাক্ষ করতে ছাড়েননি মোদি। বলেছেন, “কলকাতার ব্রিগেড র‍্যালির পর কী কী হচ্ছে, সেটা আপনারাও দেখছেন, গোটা দেশ দেখছে। ১০ বছর তোষণের পর, মানুষের উপর অত্যাচারের পর হারার ভয়ে দিদি কেমন বদলে গিয়েছেন।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement