Advertisement
Advertisement
West Bengal Assembly Elections

ধনীদের ভোট! রাজ্যের প্রথম দফা নির্বাচনের ১৯ জন প্রার্থী কোটিপতি

কোন দলে কোটিপতির সংখ্যা সবচেয়ে বেশি?

West Bengal Assembly Elections: 19 Crorepati candidates for first round of WB Polls | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:March 24, 2021 9:15 am
  • Updated:March 24, 2021 9:22 am  

স্টাফ রিপোর্টার: রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটে মোট যে সংখ‌্যক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় নামছেন, তাঁদের মধ্যে কোটিপতির সংখ‌্যাটা নিছক কম নয়। প্রথম দফার ৩০ আসনের ভোটে প্রার্থীর সংখ‌্যা ২২২ জন। এর মধ্যে ১৯ জন কোটিপতি প্রার্থী। তালিকা অনুযায়ী, প্রার্থীতালিকার সাত জনের সম্পত্তির পরিমাণ দু’কোটি টাকার বেশি।

দেশের কোনও নাগরিক কোনও দলের তরফে কিংবা নির্দল হিসাবে নির্বাচনে প্রার্থী হতে চাইলে নির্বাচন কমিশনে (Election Commission) মনোনয়ন জমার সময় নিজের, স্বামী বা স্ত্রীর সম্পত্তির হিসাব হলফনামায় দাখিল করতে হয়। সেই সঙ্গে নিজের উপর থাকা যাবতীয় ফৌজদারি মামলার বিস্তারিতও জানাতে হয়। প্রার্থীদের নির্বাচন কমিশনে দেওয়া তথ‌্য অনুযায়ী, প্রথম দফার ভোটের ৪০ জন প্রার্থীর সম্পত্তির পরিমাণ ৫০ লক্ষ থেকে দু’ কোটি টাকা। ৬৯ শতাংশ প্রার্থীর সম্পত্তির পরিমাণ ১০ লক্ষ থেকে ৫০ লক্ষ টাকা। ৭৫ জন প্রার্থীর সম্পত্তির পরিমাণ ১০ লক্ষ টাকার কম।

Advertisement

[আরও পড়ুন: বোলপুরের বিজেপি প্রার্থীর সঙ্গে বিশ্বভারতী উপাচার্যের ‘ডিল’! বিস্ফোরক অভিযোগ অনুব্রতর]

কোটিপতি প্রার্থীর ক্ষেত্রে ডান-বাম কোনও দলই পিছিয়ে নেই। বাংলার চার প্রধান দল তৃণমূল (TMC), বিজেপি, সিপিএম ও কংগ্রেসের মোট ৮২ জন প্রার্থীর মধ্যে ১৭ জন কোটিপতি। যদিও অর্ধেক কোটিপতি প্রার্থীই তৃণমূলের। উলটোটাও রয়েছে। নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামা অনুযায়ী, মানবাজারের এসইউসিআই (সি) প্রার্থী স্বপনকুমার মুর্মু সবচেয়ে গরিব প্রার্থী। তাঁর নগদ সম্পত্তির পরিমাণ ৫০০ টাকার কিছু বেশি। সম্পত্তির নিরিখে তাঁর পরেই আছেন বিনপুর কেন্দ্রের এসইউসিআই প্রার্থী রাজীব মুদি। ২৭ মার্চ প্রথম দফার নির্বাচনে ভোট হবে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরের ৩০টি আসনে। প্রথম দফায় প্রতিদ্বন্দ্বিতায় নামা ২২২ প্রার্থীর মধ্যে তৃণমূলের ৩০, বিজেপির ২৯, সিপিআই-এর চার, সিপিএমের (CPM) ১৮, আরএসপি’র এক, কংগ্রেসের ৫, এবং আইএসএফের ২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। লড়াইয়ে আছেন এক ফরওয়ার্ড ব্লক প্রার্থীও। 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement