Advertisement
Advertisement
Suvendu Adhikari

নেই গাড়ি, হাতে নগদ মাত্র ৫ হাজার! জেনে নিন শুভেন্দু অধিকারীর সম্পত্তির পরিমাণ

মমতার থেকে বেশি শুভেন্দুর সম্পত্তি।

West Bengal Assembly Election: Here is the list of property owned by Suvendu Adhikari | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:March 12, 2021 9:58 pm
  • Updated:March 12, 2021 9:58 pm  

দীপঙ্কর মণ্ডল: দীর্ঘদিনের জনপ্রতিনিধি। আগে ছিলেন সাংসদ। ২০১৬ থেকে বিধায়ক। গত প্রায় ৫ বছর রাজ্যের একাধিক দপ্তরের মন্ত্রী ছিলেন। এছাড়াও ছিল বিভিন্ন উন্নয়ন পর্ষদের পদ। যাবতীয় স্থাবর-অস্থাবর মিলিয়ে এ হেন শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) মোট সম্পত্তির মূল্য মাত্র ৮০ লক্ষ টাকা। নির্বাচন কমিশনকে দেওয়া হলফনামায় এমনটাই দাবি করেছেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী। সম্পত্তির নিরিখে নিজের প্রতিপক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়কে অবশ্য টপকে গিয়েছেন তিনি।

শুক্রবারই নন্দীগ্রাম (Nandigram) কেন্দ্র থেকে মনোনয়ন দিয়েছেন শুভেন্দু। তারপরই তাঁর সম্পত্তির পরিমাণ প্রকাশ্যে এসেছে। প্রাক্তন পরিবহণ মন্ত্রী হাতে ৫ হাজার টাকা নগদ নিয়ে ভোটযুদ্ধে নামছেন। হলফনামায় শুভেন্দু নির্বাচন কমিশনকে জানিয়েছেন, তার হাতে নগদ টাকা আছে মাত্র ৫০০০। তাঁর কোনও গাড়ি নেই। কোনও গয়না নেই। নির্বাচনী অ্যাকাউন্ট-সহ মোট ১৫ টি ব্যাংকে অ্যাকাউন্ট আছে শুভেন্দুর। নন্দীগ্রামের বিজেপির (BJP) প্রার্থীর স্থাবর সম্পত্তির মূল্য ২১ লক্ষ ৩৫ হাজার ১০২ টাকা। অস্থাবর সম্পত্তির মূল্য ৫৯ লক্ষ ৩১ হাজার ৬৪৭.৩২ টাকা। নন্দীগ্রামের গাংড়া-সহ কিছু জায়গায় সামান্য কিছু জমি আছে শুভেন্দুর নামে। উল্লেখ্য, এদিনই নন্দীগ্রামের নন্দনায়কবাড় এলাকায় নিজের নাম ভোটার হিসেবে নথিভুক্ত করেছেন বিজেপি নেতা।

Advertisement

[আরও পড়ুন: ভোটপ্রচারে চমক বামেদের, রাজ্যে আসতে পারেন কাফিল খান-কানহাইয়া কুমাররা]

প্রসঙ্গত, নন্দীগ্রাম কেন্দ্রে শুভেন্দুর প্রতিপক্ষ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সম্পত্তির পরিমাণ অবশ্য শুভেন্দুর থেকে অনেক কম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হলফনামা বলছে, কয়েকটি সেভিংস অ্যাকাউন্ট এবং ন্যাশনাল সেভিং সার্টিফিকেট মিলিয়ে তাঁর মোট অস্থাবর সম্পত্তি ১৬ লক্ষ ৭২ হাজার ৩৫২ টাকা ৭১ পয়সা। এর মধ্যে রয়েছে ৯ গ্রামের কিছু বেশি পরিমাণ গয়নাও। হলফনামা থেকে জানা গিয়েছে, মমতার কোনও গাড়ি, চাষের জমি নেই। নেই কোনও বাণিজ্যিক স্বার্থে ব্যবহৃত হওয়া জমিও। পৈতৃক সূত্রে কোনও সম্পত্তির মালিকও নন মমতা (Mamata Banerjee)। ব্যাঙ্কে কোনও বকেয়া ঋণও নেই তাঁর। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement