Advertisement
Advertisement

Breaking News

Weather update

ভরা বসন্তে দুর্যোগের ছায়া বঙ্গে! দক্ষিণে কালবৈশাখীর দাপট, উত্তরে শিলাবৃষ্টি

রাজ্য়জুড়ে দুর্যোগের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর।

Weather Update: Climate will be changed in Bengal from Thursday

ফাইল ছবি।

Published by: Paramita Paul
  • Posted:March 20, 2025 9:11 am
  • Updated:March 20, 2025 3:51 pm  

নিরুফা খাতুন: আজ থেকে বঙ্গে হাওয়া বদল! ভরা বসন্তে দুর্যোগের ছায়া! রাজ্য়জুড়ে দুর্যোগের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস বলছে, দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার থেকে রবিবার আর শুক্রবার থেকে রবিবার পর্যন্ত উত্তরবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া চলবে। রাজ্যের দুই প্রান্তে বিকেল বা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, শিলাবৃষ্টি সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। দাপট দেখাতে পারে কালবৈশাখীও। উত্তরবঙ্গেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-শিলাবৃষ্টির পূর্বাভাসও রয়েছে।

অসমে সক্রিয় রয়েছে একটি ঘূর্নাবর্ত। সঙ্গে দাপট দেখাচ্ছে জোড়া অক্ষরেখা। একটি অক্ষরেখা রয়েছে ছত্রিশগড় থেকে কর্ণাটক পর্যন্ত। এটি তেলেঙ্গানার উপর দিয়ে গিয়েছে। অন্য অক্ষরেখাটি কর্ণাটক থেকে কেরল পর্যন্ত বিস্তৃত। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়।

Advertisement

আজ, বৃহস্পতিবার বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি, পূর্ব বর্ধমানে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে সব জেলাতেই। কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও হুগলি-এই পাঁচ জেলাতে। সব জেলাতেই ৪০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও শিলাবৃষ্টির সতর্কতা রয়েছে।

শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টির বেশি সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি, পূর্ব বর্ধমানে। কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হাওড়া ও হুগলি-এই ছয় জেলাতে। ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে সব জেলাতেই দমকা ঝড়, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও শিলাবৃষ্টি হতে পারে।

শনিবার বীরভূম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। রবিবার দক্ষিণ বঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সোমবার পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গে শুক্রবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। ধীরে ধীরে কমবে দিনের তাপমাত্রা। সপ্তাহের শেষে তাপমাত্রা কমে যেতে পারে চার-পাঁচ ডিগ্রি সেলসিয়াস। তবে রাতের তাপমাত্রায় আপাতত পরিবর্তন নেই। শুক্রবার উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বইবে। শনিবার উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা। মালদহ, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ারে শিলাবৃষ্টি-সহ দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে।

কলকাতায় বৃহস্পতিবার বিকেল বা রাতে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝড়ের বেগ বাড়বে শুক্রবার। শনিবারেও কলকাতাতে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে বিকেল ও সন্ধ্যার দিকে। ফলে আইপিএলের উদ্বোধনী ম্যাচ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement