ফাইল ছবি।
নিরুফা খাতুন: গত কয়েকদিনে শীতপ্রেমীদের মুখে হাসি ফুটেছে। অবশেষে জাঁকিয়ে শীত পড়েছে বঙ্গে। তবে এই আনন্দ দীর্ঘস্থায়ী হল না। হাওয়া অফিস সূত্রে খবর, বুধবার থেকেই বদলাবে আবহাওয়া(Weather Updates)। জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা। আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে বাড়বে তাপমাত্রার পারদ।
হাওয়া অফিস সূত্রে খবর, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ঝাড়খণ্ডে ঘুনাবর্ত তৈরি হয়েছে। আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে। শ্রীলঙ্কা উপকূলের কাছে রয়েছে এই ঘূর্ণাবর্তটি। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতে। যার জেরে বুধবার পূবালী হাওয়ার দাপট বাড়বে, কমবে উত্তুরে হাওয়ার পরিমাণ। বৃহস্পতিবারের মধ্যে তাপমাত্রা বাড়বে তিন থেকে চার ডিগ্রি। সকাল থেকে দাপট দেখাবে কুয়াশা। বেলা বাড়তেই কোথাও মেঘলা হবে আকাশ। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি এবং নদিয়া জেলায় বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হবে বলেই খবর। পশ্চিমের জেলাগুলোতেও হালকা বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, দার্জিলিংয়ে ও উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ফের বৃষ্টির আশঙ্কা দার্জিলিংয়ে। সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা। হিমাঙ্কের নিচে নেমে যেতে পারে দার্জিলিংয়ের তাপমাত্রা। প্রসঙ্গত, হরিয়ানার হিসারে তাপমাত্রা রেকর্ড হয়েছে ১.১ ডিগ্রি সেলসিয়াস। ২ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডিগড় এবং দিল্লিতে। ছ থেকে দশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ঝাড়খণ্ড ও বিহারে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.