Advertisement
Advertisement

Breaking News

Weather Update

চলতি সপ্তাহে পুড়বে দক্ষিণবঙ্গ! তাপমাত্রা ৪০ ছোঁয়ার আশঙ্কা, পূর্বাভাস হাওয়া অফিসের

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেরও তাপমাত্রা বাড়বে।

Weather Update: Temperatures will increase in weekend say forecast report
Published by: Subhankar Patra
  • Posted:March 27, 2025 10:35 am
  • Updated:March 27, 2025 10:54 am  

নিরুফা খাতুন: দফায় দফায় ঝড়-বৃষ্টির পর রাজ্যের তাপমাত্রা বেশ কিছুটা নেমে গিয়েছিল। বেশ মনরোম আবহাওয়া পেয়েছে রাজ্যবাসী। তবে এবার ফের চোখ রাঙাবে গরম। এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। আগামিকাল শুক্রবার থেকে চড়তে শুরু করবে তাপমাত্রা। পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান অতিরিক্ত গরমের পরিস্থিতি। সপ্তাহান্তে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁই ছুঁই হতে পারে।

আলিপুর হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে, আগামী তিনদিনে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। সপ্তাহান্তে কলকাতার তাপমাত্রা ছুঁতে পারে ৩৭ ডিগ্রির ঘর। পশ্চিমের জেলায়গুলিতে পারদ পৌঁছবে ৪০ ডিগ্রি সেলসিয়াসে, এমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের। এদিকে বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন দুই তাপমাত্রাই সামান্য উপরে উঠল। সকালে-সন্ধ্যায় মনোরম পরিবেশ থাকবে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা বাড়বে। পরিষ্কার আকাশ। বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী তিন দিনে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৮ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৮ ডিগ্রি।

Advertisement

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেরও তাপমাত্রা বাড়বে। বৃহস্পতিবার উত্তরবঙ্গের বেশিরভাগ জেলায় শুষ্ক আবহাওয়া। পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার ও শনিবার দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি এই তিন জেলাতে মেঘলা আকাশ বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement