Advertisement
Advertisement

Breaking News

Weather Update

Weather Update: বেশিদিন নয় শীতের শিরশিরানি, ফের চড়বে পারদ

আগামী দু-তিনদিন দক্ষিণবঙ্গে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি নামতে পারে।

Weather Update: Temperature will rise in Novermber | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:October 29, 2023 10:31 am
  • Updated:October 29, 2023 10:41 am  

নিরুফা খাতুন: অক্টোবরে শেষলগ্নে তাপমাত্রার পতন শুরু হয়েছে। উত্তুরে হাওয়ায় ভর করে শীতের আমেজ শুরু হয়েছে জেলায়-জেলায়। পশ্চিমী জেলাগুলিতে পারদ হু হু করে নামছে। কলকাতায় পারদ নেমেছে ২১ ডিগ্রির ঘরে। আগামী দু-তিনদিন দক্ষিণবঙ্গে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি নামতে পারে। অক্টোবরের শেষ উইকেন্ডে মনোরম পরিবেশ। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। পরিষ্কার আকাশ। তবে নভেম্বরে আবার আবহাওয়ার ভোল বদল হবে।

নভেম্বরের প্রথমদিকে পারদ একটু বাড়বে। নিম্নচাপের ভ্রুকুটি না থাকায় আপাতত বৃষ্টির কোনও সম্ভবনা থাকছে না। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, পশ্চিমী ঝঞ্ঝা সরতেই উত্তুরে বাতাস হু হু করে ঢুকছে। রাজ‌্যবাসী শীতের আমেজ পেতে শুরু করেছেন। কলকাতায় দিনে অস্বস্তি থাকলেও সন্ধ্যের পর শীতের অনুভূতি পাচ্ছে। এইমাসের শেষে পশ্চিমী জেলায় তাপমাত্রা ২০ ডিগ্রির নিচে নেমে যেতে পারে। নভেম্বরের প্রথম সপ্তাহে আবার একটু ঊর্ধ্বমুখী হবে পারদ।

Advertisement

[আরও পড়ুন: পরপুরুষে মজে স্ত্রী! সন্দেহের বশে অ্যাসিড হামলা স্বামীর, আক্রান্ত মেয়ে ও একরত্তি নাতিও]

দুর্গাপুজোর হাত ধরে হাওয়া বদল এসেছে। প‌্যাচপ‌্যাচে গরম থেকে স্বস্তি মিলেছে। ভোরের দিকে কুয়াশা থাকছে। শীত যে দুয়ারে কড়া নাড়ছে বোঝা যাচ্ছে। এদিন লক্ষ্মীপুজোর দিন আকাশ মেঘলা থাকে। আদ্রর্তা থাকায় বেলার দিকে অস্বস্তি ছিল। সন্ধ‌ের পর অবশ‌্য এই অস্বস্তি কেটে যায়। তবে নতুন করে নিম্নচাপ ও বৃষ্টির সম্ভবনা নেই বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, এখন মনোরম পরিবেশ। কোনও ঝড়বৃষ্টি নেই। হেমন্তে পারদ ওঠানামা করবে। সোমবার পর্যন্ত  শীতের আমেজ ক্রমশ বাড়বে। তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে নভেম্বরের প্রথম তিন চার দিনে। হেমন্তের পরিবেশে তাপমাত্রা ওঠানামা করবে আগামী বেশ কিছুদিন।

উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বিশেষ হেরফের না হলেও শীতের আমেজ ক্রমশ বাড়বে। ইতিমধ্যেই শীতের আমেজ অনেকটাই বেড়েছে।

[আরও পড়ুন: মধুচক্রের প্রতিবাদ করায় চলন্ত বাইকে লাথি! নদিয়ায় বেঘোরে প্রাণ গেল যুবকের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement