Advertisement
Advertisement
Weather Update

Weather Update: কলকাতায় ১৫, পশ্চিমের জেলায় ১০, শীতের স্পেল কত দিন?

আগামী কয়েক দিনে আরও নামবে তাপমাত্রার পারদ।

Weather Update: Temperature drops at many parts WB | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:December 12, 2023 10:57 am
  • Updated:December 12, 2023 11:16 am

নিরুফা খাতুন: ডিসেম্বের শীতের লম্বা স্পেল রাজ্যে। ইতিমধ্যে কলকাতায় ১৫ ডিগ্রির ঘরে নেমেছে তাপমাত্রা পারদ। পশ্চিমের জেলাগুলিতে উষ্ণতা নেমেছে ১০ ডিগ্রিতে। আগামী কয়েক দিনে আরও নামবে তাপমাত্রার পারদ। তবে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তুষারপাত হতে পারে দার্জিলিঙে।

আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে দার্জিলিংয়ের উঁচু এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আজ অর্থাৎ মঙ্গলবার ও বুধবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেখানে। বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে দার্জিলিং ও কালিম্পং-এ। তবে বুধবার উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকেই কুয়াশার চাদরে ঢাকবে উত্তরের জেলাগুলি।

Advertisement

[আরও পড়ুন: মুখ্যমন্ত্রী কে? রাজমাতা বেঁকে বসায় রাজস্থানে ফাঁপরে বিজেপি]

দক্ষিণবঙ্গে উত্তর-পশ্চিমের বাতাসের প্রভাব বাড়বে। অবাধ উত্তুরে হাওয়ায় নামবে পারদ। চলতি সপ্তাহে কলকাতা ও সংলগ্ন জেলাগুলির তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আগামী দুদিন রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। আগামী দু-তিনদিন একই রকম থাকবে আবহাওয়া। তবে আগামী দুদিনে দিনের তাপমাত্রা বা সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা বাড়বে। শীতের লম্বা স্পেল কলকাতাতেও। আগামী কয়েকদিন আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা নেই। আকাশ পরিস্কার থাকবে।

দেশজুড়েই শীতের অনুকূল পরিস্থিতি। আগামী কয়েকদিনে উত্তর, মধ্য, পূর্ব ও পশ্চিম ভারতের তাপমাত্রা আরও কমবে। উত্তর-পশ্চিম ভারতের উষ্ণতার পারদ দশ ডিগ্রির নিচে নামবে বলে মনে করছে হাওয়া অফিস। উত্তর-পশ্চিমের রাজ্যগুলিতে পশ্চিমী ঝঞ্ঝার সম্ভাবনা রয়েছে।

[আরও পড়ুন: ‘মুখ্যমন্ত্রীর গুণ্ডারা শারীরিক নিগ্রহ করতে চেয়েছে’, বিস্ফোরক কেরলের রাজ্যপাল]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement