Advertisement
Advertisement

Breaking News

Weather Update

Weather Update: নতুন সপ্তাহে কি বৃষ্টি বাড়বে রাজ্যে? কী জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর?

ফের কি গরম বাড়বে কলকাতায়?

Weather Update: Rain may slash in West Bengal | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:July 23, 2023 11:57 am
  • Updated:July 23, 2023 11:58 am  

নিরুফা খাতুন: শ্রাবণের শুরু থেকেই বিক্ষিপ্তভাবে বৃষ্টিতে ভাসছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। কখনও হালকা তো কখনও মুষলধারায় ঝরছে শ্রাবণের বারিধারা। যার জেরে কিছুটা কমেছে তাপমাত্র। নতুন সপ্তাহেও একইভাবে চলবে বৃষ্টি? না কি বদলাবে আবহাওয়া (Weather Update)? কী বলছে আলিপুর আবহাওয়া দপ্তর।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, নতুন সপ্তাহে বৃষ্টি আরও কমবে রাজ্যে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সোমবার থেকে বৃষ্টি আরও কমবে। তবে আগামী দু’দিন উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা থাকছে।

Advertisement

[আরও পড়ুন: মিটারে নয়, এবার ‘যাত্রী সাথী’ অ্যাপে হলুদ ট্যাক্সি, নয়া উদ্যোগ রাজ্য সরকারের]

হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আগামিকাল থেকে বৃষ্টির পরিমাণ আরও কমবে। তবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় দিনের প্রথমভাগে অস্বস্তি হবে। আপাতত তাপমাত্রার উল্লেখযোগ্য কোনও পরিবর্তন হবে না। আগামী ২৪ ঘন্টায় দার্জিলিং-সহ একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী দু’দিন বৃষ্টির পরিমাণ বাড়বে। জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার-এই তিন জেলায় বিক্ষিপ্তভাবে দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ কমে যাবে। তবে তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন হবে না।

কলকাতায় আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ কমবে। বৃষ্টি হলেও জলীয় বাষ্পের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। আগামী পাঁচ-সাত দিনে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি।

[আরও পড়ুন: বাড়ি ঘেরাও কর্মসূচি বিপজ্জনক! এবার মুখ্যমন্ত্রী ও অভিষেকের বিরুদ্ধে অভিযোগ দায়ের শুভেন্দুর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement