Advertisement
Advertisement
Weather Update

বঙ্গে লু সর্তকতা জারি, কবে বৃষ্টির দেখা মিলবে? জানাল আবহাওয়া দপ্তর

শনিবার দক্ষিণবঙ্গ জুড়ে গরম থাকবে।

Weather Update: Rain is likely in South Bengal on Sunday and Monday

ফাইল চিত্র।

Published by: Subhankar Patra
  • Posted:April 6, 2024 11:18 am
  • Updated:April 6, 2024 11:21 am  

নিরুফা খাতুন: চৈত্রের শুরু থেকেই দাপুটে ব্যাটিং চালাচ্ছে গরম। একটু বেলা বাড়তেই প্যাচপ্যাচে গরমে নাজেহাল দশা আমজনতার। শনিবারও দক্ষিণবঙ্গের (South Bengal) চার জেলায় তাপপ্রবাহ চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। জারি লু সতর্কতা। বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া (Bankura), পুরুলিয়া (Purulia) কার্যত দাবদহে জ্বলবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে শুষ্ক, গরম আবহাওয়া থাকবে বলেই জানা গিয়েছে। কয়েকটি জেলায় বজ্রবিদুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সপ্তাহের শেষ ও শুরুর দিন অর্থাৎ রবি ও সোমবার বৃষ্টিপাতের পূর্বাভাসের খবর শুনিয়েছে হাওয়া মোরগ।

আজ শনিবার দক্ষিণবঙ্গ জুড়ে গরম থাকবে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে চার থেকে পাঁচ ডিগ্রি বেশি থাকবে। তবে দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ- এই ৯ জেলায় বজ্রবিদুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। শহরেও শনিবার মেঘলা আকাশের সঙ্গে গরম আবহাওয়া থাকবে। রবি ও সোমে বৃষ্টির সম্ভাবনা। রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কালবৈশাখী হতে পারে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর,বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম, বর্ধমান, মুর্শিদাবাদে। সোমবার ঝড়বৃষ্টির পরিমাণ বাড়বে। 

Advertisement

[আরও পড়ুন: জোট জটে নওশাদকে আক্রমণ বাম-কংগ্রেসের, এড়িয়ে গেল তৃণমূল]

উত্তরবঙ্গে (North Bengal) আজ শনিবারও বৃষ্টিপাত হবে। রবি ও সোমবার বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং ও কালিম্পংয়ে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরবঙ্গে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

[আরও পড়ুন: ভোটের মুখে টাটাদের ফেরার প্রতিশ্রুতি লকেটের, ‘স্বপ্ন দেখছেন’ কটাক্ষ রচনার]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement