Advertisement
Advertisement

Breaking News

Weather Update

Weather Update: স্বস্তির দিন শেষ, চলতি সপ্তাহে ফিরছে ৪০ ডিগ্রির আঁচ, জানিয়ে দিল হাওয়া অফিস

কোন কোন জেলায় বৃষ্টি হবে?

Weather Update: Latest updates about weekly weather | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Paramita Paul
  • Posted:May 28, 2023 10:36 am
  • Updated:May 28, 2023 10:36 am  

নিরুফা খাতুন: ফের তাপপ্রবাহের চোখ রাঙানি। সপ্তাহের শুরুতে অস্বস্তিকর আবহাওয়ার পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সহ জেলাতেই বাড়বে গরম। একধাক্কায় উষ্ণতা বাড়তে পারে ৩-৪ ডিগ্রি। তবে উত্তরের উপরের দিকের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

গত কয়েকদিন সন্ধেয় ঝড়বৃষ্টির জেরে তাপমাত্রা নেমেছিল কিছুটা। কেটেছিল অস্বস্তি। এবার সেই ছবিটা বদলের পথে। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, এ সপ্তাহে সামনের সপ্তাহে কলকাতার তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছে চলে যাবে। পশ্চিমের জেলাগুলিতে ৪০ ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে যাবে তাপমাত্রা। লু বওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে। রাজ্যজুড়েই তাপমাত্রা ৩-৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। তবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রবি ও সোমবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু মঙ্গলবার থেকে বাড়বে শুকনো গরম। কমবে বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে পার্বত্য জেলাগুলিতে বৃষ্টি চলবে।

Advertisement

[আরও পড়ুন: লন্ডনের বারে ‘নগ্ন নাচ’ দেখছেন কেএল রাহুল! ভিডিও ভাইরাল হতেই মুখ খুললেন স্ত্রী আথিয়া]

দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি মাপের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘন্টায় কোচবিহার, আলিপুরদুয়ার জলপাইগুড়িতে দু-এক পশলা ভারী বৃষ্টি হতে পারে। কিন্তু মঙ্গলবার থেকে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে তাপমাত্রা বেশকিছুটা বাড়বে। সবমিলিয়ে ফের একবার রাজ্যজুড়ে দাপট দেখাতে চলেছে গরম।

[আরও পড়ুন: অভিষেক-বীরবাহার কনভয়ে হামলার পর বদলি কুড়মি নেতা রাজেশ মাহাতো, তোপ শুভেন্দুর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement