Advertisement
Advertisement

Breaking News

Winter

শীতের ছোঁয়াতেই বঙ্গে বর্ষবিদায়, কলকাতা-সহ বিভিন্ন জেলায় পারদ পতন

নতুন বছরে কতটা দাপট দেখাবে শীত? কী পূর্বাভাস হাওয়া অফিসের?

Weather Update in West Bengal: people feel proper weather of winter season on the last day of 2024
Published by: Sucheta Sengupta
  • Posted:December 31, 2024 9:58 am
  • Updated:December 31, 2024 10:26 am  

নিরুফা খাতুন: বছরের শেষ দিনে শীত ততটা হতাশ করল না। কলকাতা-সহ আশপাশের জেলাগুলিতে মঙ্গলবার তাপমাত্রার পারদ কিছুটা নিম্নমুখী। তবে জাঁকিয়ে শীতের আমেজ নেই এখনই। সবমিলিয়ে, একটা শীতল আবহাওয়ায় বিদায় নিচ্ছে ২০২৪ সাল। নতুন বছরে অবশ্য সুখবর মিলতে পারে। কারণ হাওয়া অফিসের পূর্বাভাস, মঙ্গল ও বুধের সন্ধিক্ষণে পারদ পতনের সম্ভাবনা। দু থেকে তিন ডিগ্রি কমতে পারে তাপমাত্রা। তাহলে বর্ষবরণে সঙ্গী হতেই পারে আরও বেশি শীতের আমেজ।

রাজ্যজুড়ে মঙ্গলবারও কুয়াশার দাপট ছিল। সকালের দিকে কলকাতা ও সংলগ্ন জেলাগুলি ছিল হালকা কুয়াশাচ্ছন্ন। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কেটে গিয়েছে। উত্তরবঙ্গ অবশ্য ঘন কুয়াশায় ঘেরা। কোথাও কোথাও দৃশ্যমানতা নেমেছে ৫০ মিটারে। সেইসঙ্গে বাধা কেটে উত্তুরে হাওয়ার দাপট টের পেয়েছেন উত্তরবঙ্গবাসী। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দার্জিলিংয়ে তাপমাত্রা নেমেছে ৬ ডিগ্রি সেন্টিগ্রেডে। কালিম্পং, কার্শিয়াংয়েও দশের নিচে উষ্ণতা। অন্যদিকে, পশ্চিমের জেলা পুরুলিয়ায় বছরের শেষদিনে পারদ এসে দাঁড়িয়েছে ১০ ডিগ্রি সেন্টিগ্রেডে। ফলে এসব জেলায় বর্ষশেষের রাত বেশ উপভোগ্য হতে চলেছে, বলাই বাহুল্য।

Advertisement

আবহাওয়া অফিসের পূর্বাভাস, মঙ্গলবার রাত থেকে বুধবার সকালের মধ্যে কলকাতার তাপমাত্রা কমবে আরও। তা ১৫ ডিগ্রির কাছাকাছি চলে আসবে। পশ্চিমের জেলাগুলিতে দশ ডিগ্রির কাছে নামবে পারদ। জমিয়ে শীতের পরিস্থিতি তৈরি হতে পারে বছরের শুরুতে। ভোরে ও রাতে ভালোই শীতের আমেজ টের পাওয়া যাবে। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৬ ডিগ্রি থেকে নেমে দাঁড়িয়েছে ১৭.৩ ডিগ্রিতে। তার আরও খানিকটা কমবে। সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রির সামান্য বেশি। বৃষ্টির কোনও পূর্বাভাস নেই আপাতত। সবমিলিয়ে, বর্ষবিদায় ও বর্ষবরণে শীতের স্পর্শ অনুভব করবেন বঙ্গবাসী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement