নিরুফা খাতুন: নভেম্বরের শেষ সপ্তাহে শীতের আমেজ বেশ উপভোগ করছেন বঙ্গবাসী। সকালে আর রাতে বেশ ঠান্ডাভাব, গায়ে গরম জামা আরামই দিচ্ছে। দিনভর মনোরম আবহাওয়া। কিন্তু এই রেশ কেটে দিতে পারে বৃষ্টি। এমনই পূর্বাভাস শোনাল হাওয়া অফিস। সপ্তাহান্তে উপকূলের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে বলে খবর আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে। শনিবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। তবে তাতে তাপমাত্রার বিশেষ হেরফের হবে না বলেই মনে করছেন আবহবিদরা।
হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে সিস্টেম। সোমবার তা গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে। শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপ হলেও তা ঘূর্ণিঝড়ের আকার নেবে কিনা, তা নিয়ে এখনই নিশ্চিত নয় আবহাওয়া দপ্তর। তবে এই নিম্নচাপ অক্ষরেখার অভিমুখ আপাতত শ্রীলঙ্কা ও তামিলনাড়ু উপকূল। দক্ষিণ বঙ্গোপসাগরে এই নিম্নচাপের প্রভাব সরাসরি পড়ছে না বাংলায়। অন্যদিকে, নতুন করে উত্তর পশ্চিম ভারতে আসছে পশ্চিমী ঝঞ্ঝা। একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের নিম্নচাপ থেকে কোমোরিন এলাকা পর্যন্ত। উত্তর-পূর্ব অসমের কাছে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। এর জন্য মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে। ইতিমধ্যেই দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে হাওয়া অফিস। শ্রীলঙ্কা ও তামিলনাডু উপকূলে মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে।
এদিকে, সপ্তাহভর শীতের আমেজ জারি বঙ্গে। সকালে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা বেশ কিছু জেলাতে। নতুন করে তাপমাত্রা নামার সম্ভাবনা কম। হালকা থেকে মাঝারি কুয়াশা হতে পারে বিক্ষিপ্তভাবে প্রায় সব জেলায়। সকালের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূমে। আগামী ২৪ ঘন্টায় হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা দার্জিলিং ও কালিম্পং জেলার পার্বত্য এলাকায়। সকালের দিকে কুয়াশার হালকা চাদর থাকবে দার্জিলিং এবং উত্তর দিনাজপুর জেলাতে। মালদহেও কুয়াশার সম্ভাবনা। তবে আপাতত ঘন কুয়াশার সতর্কবার্তা নেই।
কলকাতায় তাপমাত্রা ১৭ থেকে ২০ ডিগ্রির আশেপাশে থাকবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। আজও কলকাতার তাপমাত্রা ১৭ ডিগ্রির ঘরে। দিনের তাপমাত্রা আরও খানিকটা নিম্নমুখী। সকালের দিকে হালকা কুয়াশা ও ধোঁয়াশা। বেলা বাড়লে পরিষ্কার আকাশ, মনোরম আবহাওয়া। শীতের আমেজ আরও একটু বেশি। কলকাতায় এখনই বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৬ ডিগ্রি। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৯ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৬ থেকে ৯৭ শতাংশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.