নিরুফা খাতুন: রবিবার সন্ধ্যায় কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি, বাঁকুড়া-মেদিনীপুরে শিলাবৃষ্টির পরও স্বস্তি ফিরছে না। সোমবার সকাল থেকে চড়া রোদের দাপটে হাঁসফাঁস দশা শহরবাসীর। হাওয়া অফিসের পূর্বাভাস, পশ্চিমাঞ্চলের ছয় জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা। আপাতত শুষ্ক আবহাওয়া। বিকেল বা সন্ধ্যার দিকে বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। তব বুধের পর থেকে দক্ষিণবঙ্গে হাওয়া বদল হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে। দু-এক জেলায় ধেয়ে আসতে পারে কালবৈশাখী।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, অসম-হরিয়ানা এবং মধ্যপ্রদেশ রয়েছে তিনটি ঘূর্ণাবর্ত। একটি অক্ষরেখা রয়েছে মধ্যপ্রদেশ থেকে মারাঠাওয়াড়া পর্যন্ত। অন্য অক্ষরেখাটি কর্ণাটক ও তামিলনাড়ু উপকূল এলাকায়। ১৯ মার্চ নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। এসবের জেরে ফের বঙ্গে আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা। উত্তরবঙ্গের পার্বত্য জেলায় সোমবারও বৃষ্টির সম্ভাবনা। তবে মঙ্গলবার থেকে শুষ্ক আবহাওয়া, তাপমাত্রা বাড়তে পারে। দার্জিলিংয়ে উষ্ণতার পারদ চড়তে পারে ২০ ডিগ্রি পর্যন্ত।
আজ তাপপ্রবাহের সতর্কবার্তা বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং পুরুলিয়া – এই ৬ জেলায়। তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। যা স্বাভাবিকের তুলনায় ৫ ডিগ্রি বা তারও বেশি। বিকেলের দিকে দু-এক জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, মুর্শিদাবাদ, নদিয়ায় গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে।
বুধবার থেকে অবশ্য আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের সম্ভাবনা। কলকাতা-সহ বেশিরভাগ জেলাতেই আকাশ থাকবে আংশিক মেঘলা দিনের তাপমাত্রা নিম্নমুখী। বৃহস্পতিবার থেকে শনিবার বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির আশঙ্কা। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের সব জেলায়। সঙ্গে কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। ঝড়বৃষ্টির জেরে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের।
কলকাতায় রবি-সন্ধ্যা হালকা বৃষ্টির পর সোমবার সকালে কিছুক্ষণ মনোরম আবহাওয়া ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার আকাশ, প্রখর সূর্যের তাপে দাবদাহের মতো পরিস্থিতি। রাতেও জারি থাকবে অস্বস্তিকর আবহাওয়া। সোমবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.২ ডিগ্রি। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৮ থেকে ৯১ শতাংশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.