Advertisement
Advertisement

Breaking News

Weather

‘হট ডে’ দক্ষিণবঙ্গে! ইদে চড়বে তাপমাত্রার পারদ, আর কী জানাল হাওয়া অফিস?

উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া? পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর।

Weather Update in West Bengal: feel like temparature likely to rise soon to reach almost 40 degree in South Bengal
Published by: Sucheta Sengupta
  • Posted:March 28, 2025 9:56 am
  • Updated:March 28, 2025 10:00 am  

নিরুফা খাতুন: মার্চ না পেরতেই বঙ্গে ফিরছে দারুণ দহন দিন! হু হু করে বাড়ছে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। হাওয়া অফিস বলছে, ‘হট ডে’ পরিস্থিতি পশ্চিমের জেলাগুলিতে। তাপমাত্রার পারদ ছুঁতে পারে ৪০ ডিগ্রিতে। তবে তার চেয়েও বেশি থাকবে গরমের অনুভূতি। অর্থাৎ অস্বস্তি বাড়বে বঙ্গবাসীর। এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। আগামী সপ্তাহে ইদ। খুশির উৎসবও কাটবে চরম অস্বস্তির আবহে। তবে উত্তরবঙ্গে ঠিক বিপরীত পরিবেশ। সেখানে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, মধ্য মহারাষ্ট্র থেকে কেরল পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে। এছাড়া জম্মু-কাশ্মীর, পাকিস্তানের কাছে পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে ঘূর্ণাবর্তও তৈরি হয়েছে। যার জেরে বঙ্গের আবহাওয়ায় আচমকা উষ্ণতার আঁচ। পশ্চিমের জেলা পুরুলিয়া, পশ্চিম বর্ধমানের চড়বে তাপমাত্রা। তার চেয়েও বেশি অনুভূত হবে গরম। শুক্রবার থেকেই অতিরিক্ত উষ্ণতা টের পাওয়া যাবে। হাওয়া অফিসের পূর্বাভাস, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে মনোরম পরিবেশ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম অনুভূত হবে। সেইসঙ্গে শুষ্ক আবহাওয়া। আগামী দু,তিনদিনে ধীরে ধীরে তাপমাত্রার পারদ চড়বে। ৩৬, ৩৭ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে তা পৌঁছতে পারে ৪০ ডিগ্রিতে!

Advertisement

উত্তরবঙ্গে অবশ্য আবহাওয়ার পূর্বাভাস ভিন্ন। সেখানকার পার্বত্য জেলাগুলিতে ঝড়বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে শুক্র ও শনিবার। আলিপুরদুয়ারেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। তবে রবিবার থেকে বৃষ্টি কমবে। সোমবার পর্যন্ত একইরকম আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতায় দিনে ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে। অনুভূত হবে তীব্র গরম। বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.১ ডিগ্রি। শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ২৯ থেকে ৯১ শতাংশ। বৃষ্টির সম্ভাবনা শূন্য।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub