নিরুফা খাতুন: বারবার পশ্চিমী ঝঞ্ঝায় বাধা পাচ্ছে উত্তুরে হাওয়া। ফলে দক্ষিণবঙ্গে শীত কমেছে। বুধবার থেকে তাপমাত্রা একটু কমলেও ফের শীতের পথে কাঁটা হতে চলেছে পশ্চিমী ঝঞ্ঝা। ১০ তারিখ উত্তর-পশ্চিম ভারতে ফের ঢুকবে আরও একটি ঝঞ্ঝা। ফলে থমকে যাবে উত্তুরে হাওয়া। যা পৌষ সংক্রান্তির আগে বঙ্গে জাঁকিয়ে শীতের পথে কাঁটা হতে পারে।
দক্ষিণবঙ্গে চলতি সপ্তাহে প্রায় তিন ডিগ্রি পারদ নেমেছে। তাপমাত্রা স্বাভাবিকের কাছে নামলেও এই সপ্তাহে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। সকালের দিকে পশ্চিম বর্ধমান ও বীরভূম, মুর্শিদাবাদে কুয়াশা একটু বেশিই ছিল। আপাতত দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্কই থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। শুক্রবার ও শনিবার তাপমাত্রা প্রায় একই রকম থাকবে।
কলকাতায় তাপমাত্রা তিন ডিগ্রি নেমে স্বাভাবিকের নিচে পারদ। আগামিকাল থেকে তিন দিন তাপমাত্রায় বড়সড় পরিবর্তন নেই। ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে তাপমাত্রা। আগামী সপ্তাহের শুরুতেই উষ্ণতা বাড়বে বলে পূর্বাভাস। আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.২ ডিগ্রি।
অন্যদিকে, কুয়াশার দাপট অনেকটাই কমলেও উত্তরবঙ্গের সব জেলাতেই কুয়াশা দেখা যাবে। আপাতত চার-পাঁচ দিন শুষ্ক আবহাওয়া থাকবে উত্তরবঙ্গে। তবে আগামী সোমবার হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং ও কালিম্পংয়ের উত্তরের পার্বত্য এলাকায়।
এদিকে, রাজধানী দিল্লিতে অতি ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। প্রায় উত্তর ভারতজুড়েই অতি ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। উত্তর-পূর্বের রাজ্যগুলিতেও সতর্কতা জারি করা হয়েছে। শৈত্য প্রবাহের পরিস্থিতি রয়েছে পাঞ্জাব, হিমাচল প্রদেশ, জম্মু-কাশ্মীর লাদাখ এবং পশ্চিম রাজস্থানে। শনি ও রবিবার প্রবল বৃষ্টির সম্ভাবনা তামিলনাড়ু পুদুচেরিতে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.