সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বমহিমায় ফিরতে শুরু করেছে শীত। মেঘলা আকাশ, জলীয় বাষ্পের মতো ভিলেনকে দূরে সরিয়ে শীত এবার তিলোত্তমায় জাঁকিয়ে বসতে চলছে। বৃহস্পতিবার আকাশ মেঘলা থাকার পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস। তাপমাত্রাও ১৭ ডিগ্রির আশপাশে থাকার কথা ছিল। কিন্তু শুক্রবার পারদ বেশ কিছুটা নামবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
কথা ছিল, সপ্তাহশেষে দাপট দেখাবে শীত। কিন্তু এই ঋতুর বড়ই তাড়াহুড়ো। শনিবার পর্যন্ত অপেক্ষা আর সে করতে পারল না। তার বদলে শুক্রবারই হুড়মুড়িয়ে ঢুকে পড়ল রাজ্যে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, শুক্রবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম।
[ পুরীর আদলে এবার নবরূপে জগন্নাথ মন্দির দিঘায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর ]
বৃহস্পতিবার কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বাতাসে প্রয়োজনের অতিরিক্ত জলীয় বাষ্প ঢুকে পড়ার কারণেই মেঘলা আকাশ, তার তার জন্যই তাপমাত্রার এমন হেরফের বলে জানিয়েছিল আবহাওয়া দপ্তর। তবে ক্রমশ সেই মেঘ কেটে যাচ্ছে। ফলে উত্তুরে হাওয়ার পথে আর কোনও বাধা নেই। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, কাশ্মীরের দিক থেকে আসা উত্তুরে হাওয়া উত্তর ভারত, বিহার, ঝাড়খণ্ড হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আসে৷ সেখানে তাপমাত্রা কমে ১০ ডিগ্রির আশপাশে চলে এসেছে৷ এখনও কোনও শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা কাশ্মীরে আসেনি৷ ফলে, বাধাবিপত্তি না থাকায় অবাধে ছুটছে উত্তুরে হাওয়া৷ আগামী দিনতিনেক তাপমাত্রা কমের দিকে থাকবে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা৷
দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও দাঁত বসাচ্ছে শীত। আজ দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। কুয়াশার পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া দপ্তর। পশ্চিমী ঝঞ্ঝা না থাকায় উত্তুরে হাওয়া যেভাবে ঢুকতে শুরু করেছে রাজ্যে, তাতে মনে করা হচ্ছে আর কিছুদিনের মধ্যেই দার্জিলিংয়ের মতো হাড় কাঁপানো শীত অনুভূত হবে উত্তরবঙ্গের অন্য জায়গাগুলিতেও। তবে কনকনে শীতের আমেজ পেতে আর কিছুদিন অপেক্ষা করতে হবে কলকাতাবাসীকে।
[ সাতদিন পর নাবালিকার বিয়ে বাতিল ঘোষণা করল প্রশাসন ]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.