সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঠান্ডার আমেজ ইতিমধ্যেই পেতে শুরু করেছে কলকাতা। রাতের দিকে বা ভোরে, পারদ নামছে তরতরিয়ে। উত্তুরে হাওয়া থেকে বাঁচতে গায়ে তুলতে হচ্ছে সোয়েটার বা চাদর। বোঝাই যাচ্ছে আর কিছুদিনের মধ্যেই বেশ জাঁকিয়ে পড়বে শীত। কিন্তু তার আগে দিন দুইয়ের জন্য ঠান্ডা মুখ লুকোচ্ছে। আজ, বৃহস্পতিবার কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। মেঘলা আকাশ ও বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতির জন্যই তাপমাত্রা বেড়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
বুধবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস। ফলে মনে করা হচ্ছিল এবার হয়তো দরজায় কড়া নাড়তে চলেছে শীত। আর মাত্র কিছুদিনের অপেক্ষা। তারপরই জাঁকিয়ে ঠান্ডা পড়বে তিলোত্তমায়। কিন্ত আপাতত দিন দুই তেমন কোনও ইঙ্গিত নেই বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে সপ্তাহের শেষের দিকে ফের মিলবে সুখবর। শনি-রবিবার পারদ ফের ১৫-র ঘর ছোঁবে বলে আশ্বাস দিয়েছেন আবহবিদরা। তবে আবহবিদরা এও জানিয়েছেন, কনকনে ঠান্ডার অনুভূতি পেতে এখনও সপ্তাহ দু’য়েক অপেক্ষা করতে হবে শহরবাসীকে৷
[ ফ্লেক্সে ঢেকেছে ঐতিহ্যবাহী ঘড়ি, দৃশ্যদূষণের শিকার চুঁচুড়ার ঘড়ির মোড় ]
দক্ষিণবঙ্গে তাপমাত্রার পারদ উঠলেও উত্তরবঙ্গে কিন্তু তাপমাত্রা নেমেছে অনেকটাই৷ জলপাইগুড়ি, শিলিগুড়ি ও কোচবিহারে কনকনে ঠান্ডার দাপট শুরু হয়েছে৷ আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, কাশ্মীরের দিক থেকে আসা উত্তুরে হাওয়া উত্তর ভারত, বিহার, ঝাড়খণ্ড হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আসে৷ সেখানে তাপমাত্রা কমে ১০ ডিগ্রির আশপাশে চলে এসেছে৷ এখনও কোনও শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা কাশ্মীরে আসেনি৷ ফলে, বাধাবিপত্তি না থাকায় অবাধে ছুটছে উত্তুরে হাওয়া৷ আর তার জেরেই তাপমাত্রা বেশ কিছুটা নেমেছে৷ আগামী দিনতিনেক তাপমাত্রা কমের দিকে থাকবে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা৷
এদিকে শীত পড়তে না পড়তেই মিঠে রোদ গায়ে মেঘে ঘুরতে বেরিয়ে পড়েছে ভ্রমণপিপাসু বাঙালি। সায়েন্স সিটি থেকে চিড়িয়াখানা, শহরের সবক’টি ঘোরার জায়গাতেই এখন সপ্তাহশেষে জমছে ভিড়। আর হবে নাই বা কেন? সারা বছর তো এই সময়টার জন্যই অপেক্ষা করে থাকে সবাই। হাঁসফাঁস গরমে বা বর্ষার প্যাচপ্যাচে কাদায় তো কোথায়ও শান্তিমতো ঘোরার উপায় থাকে না। তাই বন্ধু বা পরিবারের সঙ্গে সময় কাটাতে শীতকালটাই বেছে নেয় মানুষ।
[ মদ খাওয়ার টাকা না পেয়ে মেয়েকে পুড়িয়ে মারল বাবা ]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.