Advertisement
Advertisement

Breaking News

Weather Update

আষাঢ়-শ্রাবণ বিদায় নিলেও এখনই কমছে না বৃষ্টি, সপ্তাহভর উত্তরে জারি কমলা সতর্কতা, কেমন থাকবে কলকাতা?

উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে।

Weather Update: High alert of Rain in North Bengal
Published by: Paramita Paul
  • Posted:August 20, 2023 10:17 am
  • Updated:August 20, 2023 10:17 am  

নিরুফা খাতুন: আষাঢ়-শ্রাবণ বিদায় নিলেও এখনই বাংলার আকাশ থেকে বিদায় নিচ্ছে না বৃষ্টি। নতুন সপ্তাহেও ভাসবে উত্তর ও দক্ষিণ। কাল অর্থাৎ সোমবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। ইতিমধ্যে কমলা সর্তকতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গেও।

হাওয়া অফিস বলছে, মধ্যপ্রদেশ থেকে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী অক্ষরেখা। সোমবার থেকে এই অক্ষরেখা উত্তরের দিকে সরবে। আপাতত নিম্নচাপ ছত্রিশগড় ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি ক্রমশ মধ্যপ্রদেশে সরবে। যার জেরে চলবে বৃষ্টি।

Advertisement

[আরও পড়ুন: ‘ক্যাম্পাসে মদ্যপান করা আমার অধিকার’, যাদবপুরের ছাত্রীর মন্তব্যে বিতর্কের ঝড়]

২১ থেকে ২৬ আগস্ট উত্তরবঙ্গে ভারী বৃষ্টির আরও একটি স্পেল চলবে। ২২-২৫ আগস্ট পর্যন্ত অতি বৃষ্টির জন্য কমলা সর্তকতা জারি করা হয়েছে। রবিবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায়। উপরের দিকের জেলাগুলিতে সোমবার বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। মঙ্গলবার উত্তরের ৫ জেলায় বেশিরভাগ এলাকায় ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে। বুধবারও অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি থাকবে জেলাগুলিতে। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়।

উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে। ফলে উত্তরবঙ্গে নদীর জলস্তর বাড়তে পারে। নিচু এলাকা প্লাবনের আশঙ্কা থাকছে। শস্যের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে। ধস নামতে পারে পার্বত্য এলাকায়। ভারী বৃষ্টিতে কমবে দৃশ্যমানতাও।

[আরও পড়ুন: উত্তাল সময়ে গুরুদায়িত্বে, কীভাবে সামলাবেন? মুখ খুললেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য]

দক্ষিণবঙ্গে আপাতত আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাবে। সোমবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। বাতাসে প্রচুর জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটাই বাড়বে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মঙ্গলবার থেকে বৃষ্টি কিছুটা বাড়তে পারে। বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। বাতাসে জলীয় বাষ্প থাকায় কলকাতায় আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটাই বাড়বে। বৃহস্পতি ও শুক্রবার বৃষ্টি বাড়তে পারে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement