Advertisement
Advertisement
Weather Update

Weather Update: জুনের শুরুতেই রাজ্যের একাধিক জেলায় তাপপ্রবাহ, সতর্ক করল হাওয়া অফিস

কোন কোন জেলায় তাপপ্রবাহ?

Weather Update: Heatwave alert for 5 districts in WB | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:May 31, 2023 11:53 am
  • Updated:May 31, 2023 11:53 am  

নিরুফা খাতুন: গরমে জ্বলছে বাংলা। সপ্তাহের শুরু থেকে ৩-৪ ডিগ্রি তাপমাত্রা বেড়েছে রাজ্যের একাধিক জেলায়। এবার চলতি সপ্তাহে তাপপ্রবাহের সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। কবে কোন জেলায় তাপপ্রবাহ, তাও আগাম জানিয়ে রাখল হাওয়া অফিস।

কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা বাড়তে পারে ২-৪ ডিগ্রি। আগামী ৪ দিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বাড়বে ২-৩ ডিগ্রি। হাওয়া অফিস জানিয়েছে, ২ জুন অর্থাৎ শুক্রবার পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। ৩ জুন, শনিবার এই ৫ জেলা-সহ পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং নদিয়াতেও তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। জুন মাসের শুরুতে মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। তবে এর মধ্যেও স্বস্তির খবর শুনিয়েছে হাওয়া অফিস।

Advertisement

আজ অর্থাৎ বুধবার এবং বৃহস্পতিবার পশ্চিমের জেলাগুলি ভিজতে পারে বৃষ্টিতে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement