Advertisement
Advertisement

Breaking News

Weather Update

সকাল থেকেই একটানা বৃষ্টি, কেমন কাটবে আগামী ২৪ ঘণ্টা, জানাল আবহাওয়া দপ্তর

শহরের কোথায় কত পরিমাণ বৃষ্টি হয়েছে?

Weather Update: Continuous rain since morning in Bengal, how will the next 24 hours pass? | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Suparna Majumder
  • Posted:June 28, 2023 9:41 am
  • Updated:June 28, 2023 9:45 am  

নিরুফা খাতুন: টানা গরমের পর বৃষ্টি। সকাল থেকেই কলকাতা শহরে রিমঝিম ধারা বইছে। হালকা ঝোড়ো হাওয়াও রয়েছে। এমনই বিক্ষিপ্ত বৃষ্টি সারা দিন চলবে। খবর আলিপুর আবহাওয়া সূত্রে।

Monsoon rain in Kolkata
ছবি – অরিজিৎ সাহা

কলকাতা শহরে আজ অর্থাৎ বুধবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম তাপমাত্রা। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮৪ থেকে ৯৭ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৬ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টি হয়েছে ২৭.২ মিলিমিটার।

Advertisement

[আরও পড়ুন: সেনায় যোগ দিতে চেয়েছিলেন মমতা, ছেলেবেলার ইচ্ছের কথা নিজেই জানালেন মুখ্যমন্ত্রী]

হাওয়া অফিস সূত্রে খবর, এরপর দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে, বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। আর সেখানে আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত রাজ্য জুড়েই বিক্ষিপ্তভাবে হালকা-মাঝারি বর্ষার বৃষ্টি চলবে। উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে দুই এক পশলা ভারী বৃষ্টি হতে পারে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা ও অস্বস্তি দু’টোই বাড়বে।

Pre Monsoon rain

পূর্ব-পশ্চিম নিম্নচাপ অক্ষরেখা রয়েছে রাজস্থান থেকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের ওপর। এটি দক্ষিণবঙ্গের ওপর দিয়ে অবস্থান। এই অক্ষরেখার কারণেই সক্রিয় মৌসুমী বায়ু। অক্ষরেখা সরলে কমবে বৃষ্টির পরিমাণ। বুধবার ভোররাত দু’টো থেকে সকাল ছ’টা পর্যন্ত কলকাতা শহরের কোথায় কতটা বৃষ্টি হয়েছে এক নজরে দেখে নেওয়া যাক।

ধাপা – ৩৬ মিলিমিটার
তপসিয়া – ৩৭ মিলিমিটার
বালিগঞ্জ – ৫৯ মিলিমিটার
উলটোডাঙা – ২৫ মিলিমিটার
মানিকতলা – ২৪ মিলিমিটার
ঠনঠনিয়া – ২৩ মিলিমিটার
কামডাহারি – ১১১ মিলিমিটার
মোমিনপুর – ২৪ মিলিমিটার
পামার ব্রিজ – ২০ মিলিমিটার
দত্তবাগান – ১৮.৫ মিলিমিটার
বীরপাড়া – ১৯ মিলিমিটার

[আরও পড়ুন: Panchayat Poll: ফের উত্তপ্ত কোচবিহারের গীতালদহ, এবার গুলিবিদ্ধ তৃণমূল প্রার্থীর ভাই]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement