Advertisement
Advertisement

Breaking News

WB Weather Update

সপ্তাহান্তে বৃষ্টিতে ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের এই জেলাগুলি, কমবে তাপমাত্রা?

কবে কমবে ঝড়-বৃষ্টির পরিমাণ?

WB Weather update: Chance of rain in South Bengal including Kolkata
Published by: Subhankar Patra
  • Posted:March 30, 2024 11:31 am
  • Updated:March 30, 2024 2:46 pm  

নিরুফা খাতুন: বসন্ত পূর্ণিমার পরেই রাজ্যে গরম বেড়েছে। অস্বস্তিকর আবহাওয়ায় ট্রেনে বাসে ঘামে ভিজছেন যাত্রীরা। কিছুটা রেহাই দিয়ে বৃষ্টির খবর শুনিয়েছে আবহাওয়া দপ্তর। আজ, শনিবার ও আগামিকাল, রবিবার রাজ্যে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। আজ দক্ষিণবঙ্গের সাত জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার গোটা দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

শনিবার বীরভূম,পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃতভাবে বেশি। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়াও বইবে। সপ্তাহের শেষদিন রবিবার একাধিক জেলা-সহ কলকাতাতেও বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। বইবে দমকা হাওয়াও। সোমবার থেকে ঝড়-বৃষ্টির পরিমাণ কমবে।

Advertisement

[আরও পড়ুন : ভোটের মুখে রাজ্যে তরমুজের আড়ালে মাদক পাচার! উদ্ধার ১০০ কেজি গাঁজা]

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং,আলিপুরদুয়ার জেলায় অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হতে পারে। কোচবিহার ও জলপাইগুড়ির কিছু জায়গাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

মার্চের শেষ ও এপ্রিলের শুরুতে গরম বাড়বে দেশজুড়ে। তাপপ্রবাহের পরিস্থিতির সতর্কতা মধ্যপ্রদেশ ও বিদর্ভের একাধিক অংশে। ৩৬ ডিগ্রি থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকতে পারে রাজস্থান, গুজরাট-সহ পশ্চিম ভারতের কিছু অংশে। গরম অস্বস্তিকর আবহাওয়া থাকবে দক্ষিণ ভারত ও পশ্চিমের কিছু রাজ্যে।

[আরও পড়ুন : ‘বেড়ে পাকা, নাক টিপলে দুধ বেরবে’, তোপ লকেটের, সেই দুধে চা বানানোর প্রস্তাব দেবাংশুর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement