Advertisement
Advertisement

Breaking News

Saraswati Puja Weather

ঝিরঝিরে বৃষ্টি কলকাতায়! দিনভর মেঘলা আকাশের পূর্বাভাস, মাটি হবে সরস্বতী পুজোর আনন্দ?

কী বলছে আবহাওয়া দপ্তর?

Weather: Rainfall at Kolkata, overcast condition before Saraswati Puja
Published by: Subhankar Patra
  • Posted:February 1, 2025 9:34 am
  • Updated:February 1, 2025 10:35 am  

নিরুফা খাতুন: শনিবার সকাল থেকেই মুখ ভার আকাশের। ঝিরঝিরে বৃষ্টি হয়েছে কলকাতা ও আশেপাশের এলাকাতে। দিনভর মেঘলা আকাশের পূর্বাভাস রয়েছে। তবে বৃষ্টির কোনও পূর্বাভাস দেয়নি আলিপুর আবহাওয়া দপ্তর। নতুন করে পারা পতনেরও কোনও সম্ভাবনা নেই। শীত প্রায় বিদায়ের পথে। সরস্বতী পুজোয় আবহাওয়া উষ্ণই থাকবে।

এই মরশুমে শীত বারবার বাধাপ্রাপ্ত হয়েছে। উত্তুরে হাওয়া ঠিকমতো বয়তে পারেনি গাঙ্গেয় বঙ্গে। পিছনে কারণ পশ্চিমী ঝঞ্ঝা। জাঁকিয়ে ঠান্ডা ঠিক করে থিতু হওয়ার আগেই শুরু হয়েছে শীতের বিদায় বেলা, এমনই বলছেন শীতপ্রেমীরা। আবহবিদদের অনুমান, ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে বাংলা থেকে বিদায় নেবে শীত। দক্ষিণবঙ্গে আগামী চার-পাঁচ দিন স্বাভাবিকের উপরেই থাকবে তাপমাত্রা।  তবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে তাপমাত্রা সামান্য নামতে পারে বলে পূর্বাভাস। এদিকে রাজ্যজুড়ে মেঘলা আকাশ ও ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে। আগামীকাল উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়ায় ঘন কুয়াশার দাপট থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। সোমবার হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। 

Advertisement

শনিবার সকালে কলকাতায় ঝিরঝিরে বৃষ্টি হয়েছে। তবে তাপমাত্রা নতুন করে নামবে না। আজ মহানগরের তাপমাত্রা ২২ ডিগ্রি ছুঁয়েছে। যা স্বাভাবিকের তুলনায় প্রায় ৭ ডিগ্রি সেলসিয়াস উপরে। সকালে কুয়াশার পরিমাণ একটু বেশি। আকাশ আংশিক মেঘলা থাকবে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২২.৬ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি।

অন্যদিকে, উত্তরবঙ্গের চার জেলাতে আজ শনিবার কুয়াশার দাপট। ঘন কুয়াশা থাকবে জলপাইগুড়ি কোচবিহার উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে। দৃশ্যমানতা নেমে আসবে ৫০ মিটারে। রবিবার ঘন কুয়াশার দাপট থাকবে জলপাইগুড়ি, কোচবিহার উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে। বাকি জেলাতেও হালকা মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement