Advertisement
Advertisement

Breaking News

বঙ্গোপসাগরে নিম্নচাপের জের, শীত পড়তেই বৃষ্টিপাতের ভ্রুকুটি রাজ্যে

অন্ধ্রের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ফেথাই৷

 Weather in West Bengal
Published by: Tanujit Das
  • Posted:December 15, 2018 11:14 am
  • Updated:December 15, 2018 11:40 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বঙ্গোপসাগরের দক্ষিণাংশে তৈরি হওয়া নিম্নচাপের জের, শীতের শুরুতেই রাজ্যে প্রবেশে বাধাপ্রাপ্ত হচ্ছে উত্তরের হিমেল হাওয়া৷ পরবর্তী সময়ে এই নিম্নচাপই ঘূর্ণিঝড় ‘ফেথাই‘এর রূপ নিয়ে আছড়ে পড়তে পারে অন্ধ্র উপকূলে৷ যার আংশিক প্রভাব পড়তে পারে এরাজ্যেও৷ ফলে এক থেকে দু’দিনের মধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে৷ এমনটাই জানা গিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে৷

[সোনারপুরে ব্যবসায়ীর গলাকাটা দেহ উদ্ধার, মৃত্যু ঘিরে ধোঁয়াশা]

Advertisement

শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা হল ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস৷ যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি৷ তাপমাত্রা নীচের দিকে থাকলেও, ঠান্ডা সেভাবে অনুভব করা যাচ্ছে না৷ আকাশ মূলত মেঘলাই রয়েছে৷ হাওয়া অফিস সূত্রে খবর, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ শক্তি বাড়িয়ে ধীরে ধীরে অতি গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে৷ যা ঘূর্ণিঝড় ফেতাইয়ের রূপ নিতে পারে। শনি থেকে সোমবারের মধ্যে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়বে অন্ধ্র উপকূলে৷ আবহাওয়াবিদরা জানিয়েছেন, এই ‘ফেথাই‘ নামটি মূলত থাইল্যান্ডের দেওয়া৷ অন্ধ্র উপকূলে এই ঝড় আছড়ে পড়লেও এর প্রত্যক্ষ প্রভাব পড়বে না পশ্চিমবঙ্গে৷ তবে পরোক্ষ বা আংশিক প্রভাব পড়তে পারে৷ কারণ, এই নিম্নচাপের ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে ঢুকছে৷ যার জেরেই দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং আকাশ মূলত মেঘলাই থাকবে৷ তাই তাপমাত্রা নীচের দিকে থাকলেও অস্বস্তি বজায় থাকবে৷ তেমন ঠান্ডা অনুভূত হবে না৷ যতক্ষণ না এই নিম্নচাপ কাটছে, ততক্ষণ রাজ্যে প্রবেশ করতে পারবে না উত্তরের হিমেল হাওয়া৷

[সাড়ে ৮৪ লক্ষ টাকার কয়েন সরিয়ে গ্রেপ্তার ব্যাংক আধিকারিক]

ঘূর্ণিঝড়ের আশঙ্কায় ইতিমধ্যেই গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। অন্ধ্র উপকূলে জারি হয়েছে সতর্কতা৷ এরাজ্যে ফেথাইয়ের প্রভাব পড়ার তেমন সম্ভাবনা না থাকলেও আগাম সাবধানতা অবলম্বন করেছে প্রশাসন৷ সমুদ্রে যাওয়ার বিষয়ে সতর্ক করা হয়েছে দিঘার মৎস্যজীবীদেরও৷৷ জানা গিয়েছে, ফেথাইয়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৫০ কিলোমিটার এবং সর্বনিম্ন গতিবেগ হতে পারে ঘণ্টায় ৭০ কিলোমিটার৷ ফেথাইয়ের প্রভাবে অন্ধ্র উপকূলে সামান্য ক্ষয়ক্ষতি হতে পারে বলেও অনুমান করছেন আবহাওয়াবিদরা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement