সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইনিংসের শুরুটা বেশ ভালভাবেই হয়েছিল। কিন্তু হাজার চেষ্টা করেও যুত করতে পারছে না শীত। প্রথমদিকে অসাধারণ পারফরম্যান্স দেওয়ার পর ক্রমশ ছন্দ হারাতে শুরু করেছে। বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে দিনের পর দিন চড়ছে পারদ। তাই ১৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমেও ফের ১৬ ঘর ছুঁয়েছে তাপমাত্রা।
তবে উত্তুরে হাওয়ার দোষ কিন্তু একেবারেই নেই। জম্মু ও কাশ্মীরে চুটিয়ে ব্যাট করছে শীত। সেখানে শুরু হয়েছে তুষারপাত। গোটা চেনাব উপত্যকা ঢেকে গিয়েছে বরফে। তুষারপাতের ফলে ব্যহত হয়েছে সেখানকার যানচলাচল। পাটনিটপ, বাটোট, ভাদেওয়ায় দৈনন্দিন জীবন প্রভাবিত হয়েছে। রাস্তা বন্ধ হয়ে আটকে গিয়েছে বহু গাড়ি। ৪৪ নম্বর জাতীয় সড়কের বাটোট থেকে দোহা ও ২৪৪ নম্বর জাতীয় সড়কের রামবান থেকে গুল পর্যন্ত রাস্তা ঢেকে গিয়েছে বরফে। তবে পর্যটকদের জন্য এখন স্বর্গরাজ্য হয়ে উঠেছে কাশ্মীর। জম্মু, উধমপুর, কাটরা থেকে পর্যটকরা পাটনিটপের দিকে রওনা দিচ্ছেন।
[ দুধের শিশুকে খুবলে খেল চিতাবাঘ, তাজ্জব বনদপ্তরের আধিকারিকরা ]
এতকিছু সত্ত্বেও পশ্চিমবঙ্গ পর্যন্ত এসে পৌঁছচ্ছে না শীত। নিম্নচাপ আর ঘূর্ণাবর্তের জোড়া ফলায় দিশা হারাচ্ছে উত্তরের বাতাস। কাশ্মীর এখন বরফাবৃত হলেও সেই হাওয়া রাজস্থানে এসে আটকে যাচ্ছে। কারণ সেখানে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। সেই কারণে বাধাপ্রাপ্ত হচ্ছে উত্তুরে হাওয়া। এছাড়া বঙ্গোপসাগরেও তৈরি হয়েছে নিম্নচাপ। অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর দিকে সেটি সরে গেলেও তার প্রভাব থেকে মুক্ত হতে পারেনি পশ্চিমবঙ্গ। ফলে রাজ্যের এখন আবহাওয়ার পরিস্থিতি বেশ টালমাটাল। আর এর জেরে কলকাতায় গত দু’দিন ধরে পারদ উঠতে শুরু করেছে। নিম্নচাপের জেরে আকাশও মেঘলা হতে শুরু করে দিয়েছে। বুধবার কলকাতার তাপমাত্রা ছিল ১৬.১ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার আরও বাড়বে তাপমাত্রা। দিনের সর্বনিম্ন তাপমাত্রা আজ থাকবে ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯.১ ডিগ্রি সেলসিয়াস। তবে নিম্নচাপের প্রভাব কমলেই ফের শীতের ঝাঁজ অনুভূত হবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। ১৫ ডিসেম্বরের পর রাজ্যজুড়ে কনকনে ঠান্ডা পড়বে বলে খবর।
[ এই গ্রামে দুর্গার পাশাপাশি পীরের আরাধনাও করেন হিন্দুরা ]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.