Advertisement
Advertisement

Breaking News

মাঘেই গ্রীষ্মের পদধ্বনি, গুমোট গরমে বাড়ছে রোগ

হাড় কাঁপানো ঠান্ডার পরেই গুমোট গরম কলকাতায়৷

weather in kolkata
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 28, 2017 9:24 am
  • Updated:January 28, 2017 9:56 am  

স্টাফ রিপোর্টার: মাঘের শুরুর দিনটা দেখে মনে হয়েছিল এবার তাহলে প্রবাদটা অক্ষরে অক্ষরে মিলে গেল! মাঘের শীতে নির্ঘাত্‍ বাঘ পালাবে৷

মরশুমের শীতলতম দিন ছিল পয়লা মাঘই৷ শহর কলকাতায় তাপমাত্রা নেমেছিল ১১ ডিগ্রি সেলসিয়াসে৷ কিন্তু কয়েক দিন গড়াতেই ভ্যানিস শীতের দাপট৷ উল্টে মাঘেই যেন গ্রীষ্মের পদধবনি৷ ভ্যাপসা আবহাওয়ায় লাফিয়ে বাড়ছে রোগ-জীবাণুর প্রকোপ৷ হাড় কাঁপানো ঠান্ডার পরেই এমন গুমোট-গরমে জ্বর-বমি এবং পেটখারাপের মতো অসুস্থতা শুরু হয়েছে ঘরে ঘরে৷ জ্বর, সর্দি, কাশির দাপটও বেড়েছে৷

Advertisement

উত্তরপ্রদেশের উপর দিয়ে বয়ে চলা পশ্চিমি ঝঞ্ঝা ও বাংলাদেশের মাথার উপর ঘুরপাক খাওয়া ঘূর্ণাবর্তের জোড়া প্রভাবে এটে উঠতে পারছে না উত্তু্রে হাওয়া৷ ফলে বাধা পাচ্ছে শীত৷ শিমলা, কুলু, মানালি কিংবা কাশ্মীরে যতই বরফপাত হোক না কেন বরফ ছোঁয়া বাতাস পৌঁছচ্ছে না রাজ্যে৷ ফলে এক ধাক্কায় অনেকটাই বেড়েছে শহরের তাপমাত্রা৷ শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৭ ডিগ্রি৷ স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি৷ সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস৷ স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম৷ তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি ঘূর্ণাবর্তের হাত ধরে জলীয় বাষ্পের আগমন ভ্যাপসা পরিস্থিতি তৈরি করছে৷ যার জেরে রোগের প্রকোপ বাড়ছে৷ সোয়েটার বা শীতের পোশাক গায়ে রাখলে গা ঘেমে ঘেমে যাচ্ছে৷ আবার শীতের পোশাক খুলে ফেললে হঠাত্‍ করে ঠান্ডা লেগে যাওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে৷ আর এটাই ভয়ের বলে মনে করছেন চিকিৎসকরা৷

এই আবহাওয়া থেকে শিশুদের সাবধানে রাখতে পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা৷ বড়দের তুলনায় শিশুদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম৷ ফলে সহজেই আক্রান্ত হতে পারে শিশুরা৷ হাওয়া অফিস জানাচ্ছে, আগামী কয়েক দিনে সর্বনিম্ন তাপমাত্রা ১৬ থেকে ১৭ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করতে পারে৷ তবে দিন ও রাতের তাপমাত্রার ব্যবধান বাড়বে৷ রাতের দিকে ঠান্ডা ভাব অনুভূত হবে৷ তবে কলকাতায় শীতের আমেজ ভ্যানিস হলেও জেলাগুলিতে আরও কয়েক দিন শীতের আমেজ চলবে৷ তবে জাঁকিয়ে শীত পড়ার আশঙ্কা কম৷ কারণ পশ্চিমি ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্তের দাপটে শীতের দফারফা হয়ে গিয়েছে৷ তাই জেলাগুলিতে হালকা শীত শীত ভাব অনুভূত হলেও কলকাতায় শীতের সূর্য আপাতত অস্ত যাওয়ার মুখে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement