নব্যেন্দু হাজরা: মধ্য মাঘে ফের খামখেয়ালি আবহাওয়া। বুধবার সকাল থেকেই আকাশের মুখভার। হাওয়া অফিস সূত্রে খবর, এদিন বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম এবং পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূমে বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। মেঘলা আকাশের জেরে একধাক্কায় প্রায় ৪ ডিগ্রি বাড়ল তাপমাত্রার পারদ।
চলতি বছরের গোড়া থেকেই খামখেয়ালি শীত। কখনও তাপমাত্রার পারদ চড়ছে স্বাভাবিকের নিচে তো কখনও ক্যালেন্ডার শীত বললেও গরম জামাকাপড় গায়ে রাখা দায়। সঙ্গে দোসর বৃষ্টি। কয়েকদিন অন্তর হয় হালকা আর নয় মাঝারি বৃষ্টিতে ভিজেছে কলকাতা-সহ প্রায় গোটা রাজ্য। যার জেরে শীতেও আমজনতার সঙ্গী ছাতা। সরস্বতী পুজোর দিনেও বৃষ্টি প্রায় ভেস্তে দিয়েছে বহু তরুণ-তরুণীর পরিকল্পনা। আবার রাজ্যে বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের জেরে পূবালি হাওয়ার মাধ্যমে রাজ্যে ঢুকছে জলীয় বাষ্পপূর্ণ বাতাস। তার জেরেই বুধবার সকাল থেকে আকাশ আংশিক মেঘলা। রয়েছে কুয়াশার দাপটও। এদিন বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার বিকেলের পর থেকে শুক্রবার পর্যন্ত চলবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। ওড়িশা-ঝাড়খণ্ড লাগোয়া জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার কলকাতার আকাশের মুখভার থাকলেও, বৃষ্টির সম্ভাবনা ক্ষীণ। হাওয়া অফিসের দাবি, বৃহস্পতিবার থেকে বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। মেঘলা আকাশের জেরে এক ধাক্কায় কলকাতার তাপমাত্রা বেড়েছে বেশ খানিকটা। ৪ ডিগ্রি বেড়ে বুধবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৩৭ থেকে ৯৭ শতাংশ।
পশ্চিমি ঝঞ্ঝা এবং পূবালি হাওয়ার সংঘাতে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে দিনকয়েক ঘন কুয়াশায় ঢাকতে পারে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়। রবিবার আবারও নতুন করে পশ্চিমি ঝঞ্ঝা ঢুকতে পারে উত্তর-পশ্চিম ভারতে। বৃষ্টি নিয়ে চিন্তিত আমজনতা। তবে তার মাঝে এখন একটাই লাখ টাকার প্রশ্ন। তবে কি বৃষ্টি মিটলেই রাজ্য থেকে বিদায় নেবে শীত? এবার কি তবে শীতপোশাক আলমারিতে গুছিয়ে রাখার সময় এসেছে? তবে উত্তর এখনও অধরা। আবহাওয়া দপ্তরের তরফে শীতের বিদায় নিয়ে এখনও নিশ্চিত করে কিছুই বলা হয়নি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.