Advertisement
Advertisement

Breaking News

Weather

বৃষ্টির অপেক্ষায় দক্ষিণবঙ্গবাসী, উত্তরে আবহাওয়ার উন্নতি

কবে দক্ষিণবঙ্গে দেখা মিলবে বৃষ্টির? কী বলছে আবহাওয়া দপ্তর।

Weather condition improves in North Bengal, south waits for rain
Published by: Subhankar Patra
  • Posted:July 14, 2024 1:01 pm
  • Updated:July 14, 2024 1:08 pm  

নিরুফা খাতুন: ভরা বর্ষার মরসুমে দেখা নেই বৃষ্টির। মাঝে মধ্যে ছিটেফোঁটা বৃষ্টিতেই সন্তুষ্ট থাকতে হচ্ছে দক্ষিণবঙ্গবাসীকে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত কারণে গরম বাড়ছে। এই আবহে খুশির খবর দিতে পারল না আলিপুর আবহাওয়া দপ্তর। তাঁদের পূর্বাভাস অনুযায়ী আগামী ২৫ তারিখ পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতা-সহ দক্ষিণে। তবে সোমবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির ব্যাপকতা কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

আলিপুর হাওয়া অফিসের দেওয়া সূত্রে জানা যাচ্ছে, সোমবার থেকে বৃষ্টির পরিমাণ আরও কমবে দক্ষিণবঙ্গে। বাড়বে গরম। বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। এমনকী ২৫ জুলাই পর্যন্ত ভারী বৃষ্টির কোনও খবর শোনাতে পারেনি হাওয়া মোরগ। কলকাতায় আগামী সাত থেকে দশ দিনে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ আংশিক মেঘলা থাকবে। বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ রবিবার সামান্য বৃষ্টি হতে পারে। কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Advertisement

[আরও পড়ুন: প্রাতঃকৃত্যে গিয়ে গর্তে পড়ে মৃত্যু! কাশী বোস লেনে মহিলার দেহ উদ্ধারে জারি ধোঁয়াশা]

এদিকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে বলে জানা গিয়েছে। টানা বৃষ্টিতে বিপযর্স্ত রাজ্যের উত্তরের জেলাগুলি। তবে সোমবার বৃষ্টির ব্যাপকতা কমে পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে রবিবার উত্তরবঙ্গের দুই জেলায় ভারী বৃষ্টি বাকি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির কথা শুনিয়েছে অফিস। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার, জলপাইগুড়িতেও। মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের ছয় জেলায়।

সোমবার বৃষ্টি কমার কথা থাকলেও সেই দিনই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলায়। উত্তরবঙ্গের জেলাগুলিতে রবিবার ওয়াইড স্প্রেইড রেইন হবে। সোমবার থেকে ফেয়ারলি ওয়াইড স্প্রেইড রেইনের সম্ভাবনা। তবে ক্রমশ বৃষ্টির পরিমাণ কমবে বলেই জানিয়েছে হাওয়া অফিস।

[আরও পড়ুন: ফলপ্রকাশের দিনেই ইসলামপুরে শুটআউট, মৃত তৃণমূল নেতা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement