দেবব্রত মণ্ডল, বারুইপুর: নতুন বিদ্যুৎ বন্টনের সঙ্গে সঙ্গে পরিষেবার মানও উন্নত করেছে রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থা। শুধু রেকর্ড নয়, সমুদ্র সংলগ্ন দ্বীপে পৌঁছে গিয়েছে বিদ্যুৎ বন্টন সংস্থার পরিষেবা। দক্ষিণ ২৪ পরগনা জেলার বিদ্যুৎ বন্টন সংস্থা সূত্রে খবর, পরিষেবা বাড়ানোর জন্য গত আগস্ট মাস থেকে মে মাস পর্যন্ত ১ লক্ষ ৩০ হাজার নতুন সংযোগ ইতিমধ্যেই দেওয়া হয়েছে। চলছে আরও নতুন নতুন সংযোগ দেওয়ার কাজ। ফলে, দিন কয়েকের মধ্যেই তা অতিক্রম করে দাঁড়াবে প্রায় দেড় লক্ষেরও বেশি। যার মধ্যে সুন্দরবনের ক্যানিং মহকুমার বিভিন্ন দ্বীপ যেমন আছে, তেমনিই আছে পাথরপ্রতিমা এলাকার প্লটের মতো বিভিন্ন জনবিচ্ছিন্ন দ্বীপও।
সাগরের প্রত্যন্ত এলাকাগুলোতে কয়েক বছর যাবৎ চলছে বিদ্যুৎ বন্টনের কাজ। সেখানেও পৌঁছে গিয়েছে গ্রিডের বিদ্যুৎ। যার মধ্যে ক্যানিং মহাকুমায় কুমিরমারি, মোল্লাখালি, সাতজেলিয়ার মতো প্রত্যন্ত দ্বীপও। অন্যদিকে, জনবিছিন্ন মৌসুনি দ্বীপেও পৌঁছে দেওয়া হয়েছে বিদ্যুৎ। এই জেলায় রয়েছে মোট পাঁচটি মহকুমা। ৪৪টি থানা। ৩৩২টি গ্রাম পঞ্চায়েত ও ১৯৭২টি গ্রাম। জেলার এই বিস্তৃত এলাকায় রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা বিদ্যুৎ সংযোগ সরবরাহ করে। এক্ষেত্রে অবশ্য শুধুমাত্র গড়িয়ার একটি অংশ বাদ পড়ে। তবে, শুধু বিদ্যুৎ দিয়ে থেমে থাকেনি রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা। বিদ্যুতের লো-ভোল্টেজ ও ব্রেকডাউন কমানোর জন্য নতুন ৩৩ কিলো ভোল্টের (কেভি) চারটি পাওয়ার স্টেশন এবং ১১ কেভির ৩০টি নতুন লাইন বসানো হয়েছে। তাছাড়া বসানো হয়েছে ১৩৬টি পাওয়ার ট্রান্সফার ও ১৫০৭২ টি-ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার।
[আরও পড়ুন: বেড়াতে গিয়ে বিপত্তি, ট্রেনে কাটা পড়ে মৃত বাবা-ছেলে ]
বিভিন্ন এলাকায় আগে ঝড় বৃষ্টি বা কোন বড় দুর্ঘটনা ঘটলেই দীর্ঘক্ষণ বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকত। বর্তমানে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহের লাইনগুলোকে ছোট ছোট ভাগে ভাগ করে দেওয়ায় এই সমস্যা থেকে মুক্তি পেয়েছে জেলাবাসী। উন্মুক্ত বৈদ্যুতিন তার খুলে সব জায়গায় প্লাস্টিকের তার লাগানোর কাজ চলছে দ্রুতগতিতে। যাতে আগামী দিনে একদিকে ব্রেক ডাউন এবং অন্যদিকে লো-ভোল্টেজের সমস্যা কমানো যায় তার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। মাস কয়েক হল জেলাতে বসানো হয়েছে দুটি নতুন সাবস্টেশন। কয়েকদিনের মধ্যে আরও নতুন সাবস্টেশন পাবেন জেলাবাসী। যেখান থেকেই সরবরাহ করা যাবে বিদ্যুৎ। ইতিমধ্যেই সুভাষগ্রাম, বারুইপুরের টংতলা, জয়নগরের মজিলপুর, সোনারপুরের রাজপুর, ডায়মন্ডহারবারের সরিষা ও পৈলানে চলছে এই স্টেশন তৈরির কাজ।
[আরও পড়ুন: বিজেপি কর্মীকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল]
এই বিষয়ে দক্ষিণ ২৪ পরগনার আঞ্চলিক ম্যানেজার বিশ্বজিৎ চট্টোপাধ্যায় বলেন, “গত এক বছরে ১ লক্ষ ৩০ হাজার বিদ্যুতের সংযোগ দেওয়া হয়েছে। এর সঙ্গে প্রায় ৬০ কোটি টাকার অতিরিক্ত অর্থ আদায় করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাহায্য এবং বিভিন্ন এলাকার কর্মীদের প্রচেষ্টায় এই কাজ সম্ভব হয়েছে পরিষেবার উন্নতির জন্য আগামী দিনে আরও বেশ কিছু পদক্ষেপ নেওয়া হবে এই জেলাতে। এবিষয়ে রাজ্যের বিদ্যুৎ দপ্তরের স্ট্যান্ডিং কমিটির সদস্য বিধায়ক শ্যামল মণ্ডল বলেন, “বারবার মুখ্যমন্ত্রী জেলা সফরে এসে বিদুৎ দপ্তরের কাজ খতিয়ে দেখেছেন। অনেক সমস্যার সমাধান হয়েছে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.