বাবুল হক, মালদহ: রাজ্যে পঞ্চায়েত ভোট হিংসার বলি আরও ১। মালদহের রতুয়ায় খুন তৃণমূলকর্মী। শনিবার রাতে বাড়ি ফেরার পথে রতুয়ার কুমারগঞ্জে ওই তৃণমূলকর্মীর উপর হামলা চালায় এক দল দুষ্কৃতী। তাঁকে লক্ষ্য করে গুলি ও বোমা চলে। ঘটনাস্থলেই মারা যান শাসকদলের ওই কর্মী। ঘটনায় রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে। এদিকে, এই ঘটনায় বিরোধীদের দিকেই আঙুল তুলেছে তৃণমূল স্থানীয় নেতৃত্ব। তাঁদের অভিযোগ, গত কয়েকদিন ধরেই রতুয়ায় শাসকদলের কর্মী-সমর্থকদের প্রচারে বাধা দিচ্ছিলেন বিরোধীরা। প্রতিবাদ করাতেই খুন করা হল নয়ন মণ্ডল নামে ওই তৃণমূলকর্মীকে।
[তৃণমূল হামলা করলে বঁটি ব্যবহার করুন, ভাতারের জনসভায় মন্তব্য বিজেপি নেতার]
পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব থেকে অশান্ত রাজ্য। শাসকদলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলেছে বিরোধীরা। বিভিন্ন প্রান্তে আক্রান্ত হচ্ছেন বিরোধী দলের প্রার্থী ও কর্মী-সমর্থকরা। রেহাই পাচ্ছেন না মহিলা প্রার্থীরাও। কিন্তু, শাসকদলের কর্মী-সমর্থকরা যে বহাল তবিয়তেই আছেন, এমনটা কিন্তু নয়। শনিবার মুর্শিদাবাদ সাগরদিঘিতে খুন হন স্থানীয় তৃণমূল নেতা কাজিরুল বিশ্বাস। পরিবারের অভিযোগ, কাজিরুলকে পিটিয়ে মেরে ফেলেছেন স্থানীয় কংগ্রেস কর্মীরা। মারের চোটে তাঁর হাত, পা ভেঙে গিয়েছিল। ফেটে গিয়েছিল মাথাও। এবার একই ঘটনা পুনরাবৃত্তি ঘটল পাশের জেলা মালদহে। খুন হয়ে গেলেন আরও এক তৃণমূলকর্মী। শাসকদলের স্থানীয় নেতৃত্বের অভিযোগ, দিন কয়েক ধরে মালদহের রতুয়ায় কুমারগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকায় তাদের প্রচারে বাধা দিচ্ছিল বিরোধীরা। প্রতিবাদে করেছিলেন তৃণমূলকর্মী নয়ন মণ্ডল। শনিবা্র বাত এগারোটা নাগাদ যখন বাড়ি ফিরছিলেন, তখন তাঁর উপর চড়াও হয় একদল দুষ্কৃতী। নয়নকে লক্ষ্য করে চলে গুলি ও বোমা। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। হাসপাতালে নিয়ে গেলে, নয়ন মণ্ডলকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ঘটনার এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে।
ছবি: হরেন চৌধুরী
[ট্রান্সজেন্ডার বুথ নেই, ভোটকর্মীর দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন রুপান্তরকামী শিক্ষিকা]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.