Advertisement
Advertisement

অ্যাম্বুল্যান্সে ‘অসুস্থ’ প্রার্থী নাকি অন্য কেউ? হামলা এড়াতে নয়া রণনীতি বিজেপির

আসানসোলে অন্য রণনীতি গেরুয়া শিবিরের।

WBPanchayatPolls: Bjp Canditates came in ambulance to file nomination
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 8, 2018 3:05 pm
  • Updated:April 8, 2018 3:05 pm

চন্দ্রশেখর চট্টোপাধ্যায়: এও এক রণনীতি। অ্যাম্বুল্যান্সে প্রার্থী এলেন মনোনয়ন জমা দিতে। প্রার্থীর পা ভাঙা, তাই অ্যাম্বুল্যান্সে শুইয়ে আনা হয়েছে। কিন্তু এ কি! অ্যাম্বুল্যান্সের পিছনের দিকের দরজা খুলতেই পা ভাঙা ওই প্রার্থীর সঙ্গে গাড়ি থেকে নেমে এলেন তিনজন মহিলা। চালকের পাশ থেকেও নামলেন একজন। এঁরা সকলেই পঞ্চায়েতের প্রার্থী।

[  বাড়ির উঠোনে বোমা, অজান্তে ঝাঁটা দিয়ে সরাতে গিয়ে আক্রান্ত বধূ ]

Advertisement

বারাবনি ব্লক থেকে বিজেপি প্রার্থীরা আসানসোল মহকুমা অফিসের সামনে মনোনয়ন জমা দিতে আসেন শনিবার। বারাবনি নুনি গ্রাম পঞ্চায়েতের প্রার্থী উজ্জ্বল ধীবরকে ওই অ্যাম্বুল্যান্সে করে আনা হয়। তাঁর সঙ্গে তিন মহিলা ও এক পুরুষ প্রার্থীও আসেন ওই অ্যাম্বুল্যান্সেই। সূত্রের দাবি, শাসকের হামলা এড়াতে অ্যাম্বুল্যান্সই হাতিয়ার বিরোধীদের। এতে সাপও মরল, লাঠিও ভাঙল না। যদিও বিজেপি নেতা অরিজিৎ রায়ের দাবি, শুধুমাত্র অসুস্থ প্রার্থীকেই আনা হয়েছে অ্যাম্বুল্যান্স করে। কিন্তু তিনি যাই বলুন ‘ছবি’ বলছে অন্য কথা।

[  প্রেসক্রিপশনের আড়ালে মনোনয়নপত্র, ভণ্ডুল বিক্ষুব্ধ তৃণমূল প্রার্থীদের কৌশল ]

অভিযোগ, বিডিও অফিস ঘিরে রেখেছে তৃণমূল কর্মীরা। ফাঁক গলে বিরোধীদের যাওয়ার উপায় নেই। যদিওবা মহকুমা শাসকের অফিসে মনোনয়ন জমা দেওয়ার উপায় মিলেছে শনিবার থেকে। তবু আতঙ্কিত বিরোধীরা। ১১ ফেব্রুয়ারি তৃণমূল কর্মীদের হাতেই প্রহৃত হয়েছিলেন উজ্জ্বল ধীবর। বিজেপির বারাবনি থানা ঘেরাও কর্মসূচি চলাকালীন ওই ঘটনা ঘটে। উজ্জ্বল ধীবর জানান, তৃণমূল কর্মীরা তাঁর ডান পা হকি স্টিক দিয়ে মেরে ভেঙে দেয়। এই অবস্থাতেও তিনি মনোনয়ন জমা করতে এসেছেন। জানা গিয়েছে, উজ্জ্বল ধীবর বর্তমান বোর্ডের পঞ্চায়েত সদস্য। প্রসঙ্গত, ২০১৪ সালে তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে আসেন। বিজেপি নেতা অরিজিৎ রায় জানান, এতদিন বারাবনিতে তাঁরা মনোনয়ন জমা করতে পারেননি। শনিবার ২৫ জন গ্রাম পঞ্চায়েতের জন্য ও ৯ জন পঞ্চায়েত সমিতির জন্য মনোয়নপত্র জমা দেন। সোমবার বাকিরা দেবেন। এদিন অ্যাম্বুল্যান্সে প্রার্থী আসার বিষয়টি সরাসরি স্বীকার না করে তিনি বলেন, “বারাবনি থেকে আসানসোলের পুরো রাস্তা ফাঁকা। হামলার আশঙ্কা ছিল। কিন্তু কোনও রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি।”

[  গ্রামের ১৩টি আসনেই মহিলা প্রার্থী, মানবাজারের বিশরীতে নজির তৃণমূলের ]

ছবি- মৈনাক মুখোপাধ্যায়

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement