Advertisement
Advertisement
জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশ

প্রকাশিত রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল, কলকাতাকে টেক্কা দিয়ে প্রথম রায়গঞ্জের পড়ুয়া

করোনা পরিস্থিতিতে ফলাফল প্রকাশে দেরি হল অনেকটাই।

WBJEE results 2020 announced in Friday

ছবি: প্রতীকী

Published by: Sayani Sen
  • Posted:August 7, 2020 2:01 pm
  • Updated:August 7, 2020 2:12 pm

কলহার মুখোপাধ্যায়, বিধাননগর: শুক্রবার নির্ধারিত সময়ে প্রকাশিত হল রাজ্যের জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল। ২ ফেব্রুয়ারি চলতি বছর হয়েছিল পরীক্ষা। তবে করোনা (Coronavirus)  পরিস্থিতিতে রাজ্যে জয়েন্টের ফলপ্রকাশে কিছুটা দেরি হয়। মেধাতালিকায় কলকাতাকে টপকে প্রথম রায়গঞ্জের পড়ুয়া।  

একনজরে দেখে নেওয়া যাক মেধাতালিকা
প্রথম:
সৌরদীপ দাস। রায়গঞ্জের বাসিন্দা। দেওঘরের রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের ছাত্র সে।
দ্বিতীয়:
শুভম ঘোষ। ডিএভি মডেল স্কুলের ছাত্র।
তৃতীয়:
ঢাকুরিয়ার বাসিন্দা শ্রীমন্তী দে। সে ডিপিএস রুবি পার্কের পড়ুয়া।
চতুর্থ:
উৎসব বসু। সাউথ পয়েন্ট হাই স্কুলের ছাত্র।
পঞ্চম:
পূর্ণেন্দু সেন। দুর্গাপুর ডিএভি মডেল স্কুলের পড়ুয়া।
ষষ্ঠ: অঙ্কুর ভৌমিক। দিল্লি পাবলিক স্কুল, রুবি পার্কের পড়ুয়া।
সপ্তম: সোহম সমাদ্দার। গার্ডেন হাইস্কুলের ছাত্র।
অষ্টম:
অরিত্র মিত্র। বেহালা আর্য বিদ্যামন্দিরের ছাত্র।
নবম: গিরিক মাসকারা। সল্টলেকের সেন্ট জোনস স্কুলের পড়ুয়া।
দশম:
অর্ক দত্ত। লালবাহাদুর শাস্ত্রী সিনিয়র সেকেন্ডারি স্কুলের পড়ুয়া।

Advertisement

[আরও পড়ুন: অঝোর বৃষ্টি থেকে সাময়িক স্বস্তি, সপ্তাহান্তে ফের রাজ্যে নিম্নচাপের সম্ভাবনা]

বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে পড়ুয়ারা ১৭ হাজার ২৮৮টি কমন সার্ভিস সেন্টারের মাধ্যমে অনলাইনে কাউন্সেলিংয়ের প্রক্রিয়ায় অংশ নিতে পারবে।  এই কমন সার্ভিস সেন্টারগুলির মাধ্যমে কাউন্সেলিং এবং রেজিস্ট্রেশনের সময় দিতে হবে না কোনও ফি। মেধাতালিকায় যাদের নাম রয়েছে তাদের কাউন্সেলিংয়ের রেজিস্ট্রেশনের জন্য কোনও টাকা লাগবে না। 

উল্লেখ্য, ইঞ্জিনিয়ারিং কলেজগুলির আসন ভরতি করার কথা মাথায় রেখে এ বছর অনেক আগেই জয়েন্ট বোর্ড পরীক্ষার আয়োজন করেছিল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে ২ ফেব্রুয়ারি রাজ্য জয়েন্ট পরীক্ষা হয়। পরিকল্পনা ছিল, দ্রুত ফল প্রকাশ করা হবে। কিন্তু তা বাস্তবায়িত হল না করোনার কারণে। পরীক্ষার প্রায় ছয় মাস পর প্রকাশিত হতে চলেছে ফল। এ বছর পরীক্ষার্থী ছিল মোট ৮৮ হাজার ৮০০ জন।  wbjeeb.nic.in. এবং wbjeeb.in. এই দুটি ওয়েবসাইটের মাধ্যমে ফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা। ব়্যাঙ্ক জানার পাশাপাশি সেখান থেকে ব়্যাঙ্ক কার্ডও ডাউনলোড করতে পারবেন তাঁরা। 

[আরও পড়ুন: অর্জুন সিংয়ের বাড়িতে ফের হানা পুলিশের, সার্চ ওয়ারেন্ট না থাকায় তল্লাশিতে বাধা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement