দীপালি সেন: আগামী বছরের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। আগামী বছরের ২৮ এপ্রিল পরীক্ষা। বুধবার বিজ্ঞপ্তি প্রকাশ করল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স এক্সাম বোর্ড।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “পশ্চিমবঙ্গের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, ফার্মাসি ও আর্কিটেকচার কোর্সে ভর্তি হওয়ার পরীক্ষা আগামী ২৮ এপ্রিল, ২০২৪ (রবিবার) অনুষ্ঠিত হইবে। বিশদ বিবরণের জন্য ছাত্রছাত্রীদের নিয়মিতভাবে বোর্ডের ওয়েবসাইট দেখতে অনুরোধ করা হচ্ছে।” ওয়েবসাইট দুটির কথা ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। ওয়েবসাইটগুলি হল: www.wbjeeb.nic.in এবং www.wbjeeb.in।
চলতি বছরেও এপ্রিল মাসেই হয় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। অন্তত ৯৮ হাজার পরীক্ষার্থী অংশ নেন। পরীক্ষার মাসখানেকের মাথায় ২৬ মে ফলপ্রকাশ হয়। ফলপ্রকাশের মাসদেড়েকের মধ্যেই হয় কাউন্সেলিং।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.