Advertisement
Advertisement

Breaking News

Kaliagunj

কালিয়াগঞ্জ কাণ্ডে মৃতদেহ নিয়ে রাজনীতির অভিযোগ, ফের সংঘাতে রাজ্য ও জাতীয় শিশু সুরক্ষা অধিকার কমিশন  

NCPCR-এর প্রতিনিধিদের বিজেপির দলদাস বলে কটাক্ষ কুণালের

WBCPCR slams NCPCR over Kaliagunj student death case | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:April 23, 2023 11:42 am
  • Updated:April 23, 2023 3:18 pm  

শংকরকুমার রায়, রায়গঞ্জ: কালিয়াগঞ্জ কাণ্ড নিয়ে এখনও উত্তপ্ত বাংলা। কালিয়াগঞ্জের একাধিক জায়গায় জারি ১৪৪ ধারা। এরই মাঝে নির্যাতিতার বাড়িতে জাতীয় শিশু সুরক্ষা অধিকার কমিশনের প্রতিনিধিরা। তা নিয়েই ক্ষোভ প্রকাশ করল রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশন। টুইটে দাবি করা হল, নাবালিকার মৃত্যু নিয়ে রাজনীতির চেষ্টা চলছে। অর্থাৎ ফের সংঘাতে রাজ্য ও জাতীয় শিশু সুরক্ষা অধিকার কমিশন। 

কালিয়াগঞ্জের নাবালিকাকে ধর্ষণ ও খুন করা হয়েছে? নাকি প্রেমের সম্পর্কে টানাপোড়েনের জেরে আত্মহত্যা? তা নিয়ে কাটাছেঁড়া চলছে। ধর্ষণ ও খুন করা হয়েছে তাঁদের মেয়েকে, এই অভিযোগে অনড় মৃতার পরিবার। তবে পুলিশ বলছে অন্য কথা। ঘটনাকে কেন্দ্র করে অগ্নিগর্ভ এলাকা। জারি রয়েছে ১৪৪ ধারা। এরই মাঝে রবিবার সকালে কালিয়াগঞ্জের মৃতার বাড়িতে পৌঁছন জাতীয় শিশু সুরক্ষা অধিকার কমিশন চেয়ারপার্সন প্রিয়াঙ্ক কানুনগো-সহ অন্যান্য প্রতিনিধিরা।

Advertisement

[আরও পড়ুন: ৭২ ঘণ্টার মধ্যে মায়ের কোলে ফিরল উত্তরবঙ্গ মেডিক্যাল থেকে ‘উধাও’ হওয়া শিশু, গ্রেপ্তার মূল অভিযুক্ত]

সূত্রের খবর, প্রায় দু’ঘণ্টার ও বেশি সময় সেখানে ছিলেন প্রিয়াঙ্করা। কথা বলেন নির্যাতিতার পরিবার ও প্রতিবেশীদের সঙ্গে। জাতীয় শিশু সুরক্ষা অধিকার কমিশনের ভূমিকায় অসন্তুষ্ট রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশন। তাদের তরফে রবিবার সকালে টুইট করা হয়েছে। সেখানে জাতীয় শিশু সুরক্ষা অধিকার কমিশনকে কটাক্ষ করা হয়েছে। বলা হয়েছে, “আইন ভেঙে NCPCR-কালিয়াগঞ্জে গিয়েছে। বাংলাকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে। মৃতদেহ নিয়ে নোংরা রাজনীতি চলছে।” এ বিষয়ে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বললেন, “বিজেপির দলদাস হয়ে বাংলায় এসেছে ওরা।” এদিকে মৃতার ময়নাতদন্তের রিপোর্ট তলব করে সার্কিট হাউসে অপেক্ষায় NCPCR। কিন্তু প্রায় ২ ঘণ্টা পেরিয়ে গেলেও চিকিৎসক বা পুলিশ কারও দেখাই মেলেনি।

 

 

[আরও পড়ুন: CBI জেরা শেষ হতেই বিশাল ভূরিভোজ, নিজের হাতে কর্মীদের খাসির মাংস খাওয়ালেন তেহট্টের বিধায়ক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement