Advertisement
Advertisement

Breaking News

Madhyamik HS Exam date

৭ মার্চ শুরু মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ২ এপ্রিল থেকে, জেনে নিন পূর্ণাঙ্গ সূচি

নিজের স্কুলেই পরীক্ষা দিতে পারবে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা।

WB Madhyamik, HS pariksha routine 2022 | Madhyamik, HS Exams Dates

ছবি: প্রতীকী।

Published by: Tiyasha Sarkar
  • Posted:November 1, 2021 4:20 pm
  • Updated:November 1, 2021 8:05 pm  

দীপঙ্কর মণ্ডল: করোনার কারণে প্রায় দেড় বছর স্কুলমুখো হয়নি পড়ুয়ারা। ২০২১ সালে হয়নি মাধ্যমিক-উচ্চমাধ্যমিক। আগামী বছর অর্থাৎ ২০২২ সালে ফের স্বাভাবিক নিয়মে হবে মাধ্যমিক (Madhyamik Exam 2022) ও উচ্চমাধ্যমিক পরীক্ষা (Higher Secondary Exam 2022)। সোমবার মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করলেন পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। ৭ই মার্চ শুরু হবে মাধ্যমিক পরীক্ষা। শেষ হবে ১৬ মার্চ। উচ্চমাধ্যমিক শুরু হচ্ছে ২ এপ্রিল, জানালেন সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। 

দেখে নিন মাধ্যমিকের পূর্ণাঙ্গ সূচি

Advertisement

৭ ই মার্চ – প্রথম ভাষা
৮ মার্চ – দ্বিতীয় ভাষা
৯  মার্চ -ভূগোল
১১ মার্চ – ইতিহাস
১২ মার্চ – জীবন বিজ্ঞান
১৪ মার্চ – অঙ্ক
১৫ মার্চ – ভৌত বিজ্ঞান
১৬ মার্চ – ঐচ্ছিক বিষয়

[আরও পড়ুন: রাজ্যে লোকাল ট্রেন চালুর শুরুতেই ধাক্কা, একাধিক স্টেশনে অশান্তি, সিগন্যালিং সিস্টেমে সমস্যা]

Madhyamik, HS pariksha routine 2022

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীর ভট্টাচার্য জানিয়েছেন, ২ এপ্রিল থেকে শুরু হবে পরীক্ষা। শেষ হবে ২০ এপ্রিল। তবে প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু হবে ফেব্রুয়ারি মাসে। 

দেখে নিন উচ্চমাধ্যমিকের পূর্ণাঙ্গ সূচি

২ এপ্রিল – প্রথম ভাষা
৪ এপ্রিল – দ্বিতীয় ভাষা
৪ এপ্রিল -হেলফ কেয়ার, অটোমোবাইল, অরগানাইজড রিটেইলিং, সিকিউরিটি, IT-ITES, ইলেকট্রনিক্স, টুরিজম, হসপিটালিটি, প্লাম্বিং, কনস্ট্রাকসন- ভোকেশনাল বিষয়
৬ এপ্রিল – বায়োলজি, বিজনেস স্টাডিজ, রাষ্ট্রবিজ্ঞান
৮ এপ্রিল – অঙ্ক, সাইকোলজি, অ্যানথ্রোপলজি, অ্যাগ্রোনমি, ইতিহাস
৯ এপ্রিল – কম্পিউটার সায়েন্স, মর্ডান কম্পিউটার অ্যাপ্লিকেশন, পরিবেশ বিজ্ঞান, হেলথ ও ফিজিক্যাল এডুকেশন. সংগীত, ভিসুয়াল আর্টস
১১ এপ্রিল – পদার্থবিদ্যা, পুষ্টিবিদ্যা, এডুকেশন, অ্যাকাউনটেন্সি
১৩ এপ্রিল – কমার্সিয়াল ল’ এন্ড প্রিলিমিনারিস অব অডিটিং, দর্শন, সোসিওলজি
১৬ এপ্রিল – রসায়ন, জার্নালিস, সংস্কৃত, পারসিয়ান, আরবিক, ফ্রেন্চ
১৮ এপ্রিল – রাশিবিজ্ঞান, ভূগোল, কস্টিং ও ট্যাক্সেসান, হোম ম্যানেজমেন্ট এন্ড ফ্যামিলি রিসোর্স।
২০ এপ্রিল – ইকোনমিকস

জানা গিয়েছে, ফেব্রুয়ারির ১৫ তারিখ থেকে ৪ মার্চ পর্যন্ত হবে উচ্চমাধ্যমিকের প্র্যাকটিক্যাল। তবে এই পরীক্ষার দায়িত্ব সম্পূর্ণভাবে স্কুলের। প্রশ্নপত্র সংসদের তরফে পাঠানো হবে না বলেই জানিয়েছেন সভাপতি।  করোনা আবহে পরীক্ষা দিতে গিয়ে যাতে কোনওভাবে পড়ুয়াদের সমস্যায় পড়তে না হয়, সেদিকে নজর রয়েছে রাজ্যের। সংসদের তরফে জানানো হয়েছে, চলতি বছর নিজের স্কুলেই পরীক্ষা দিতে পারবে পরীক্ষার্থীরা। 

[আরও পড়ুন: কাঁকড়া ধরতে গিয়ে বাঘের মুখে, জীবনপণ লড়াই করে মৎস্যজীবীর প্রাণ বাঁচালেন সঙ্গী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement