সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুখ্যমন্ত্রী পদে তাঁর দ্বিতীয় ইনিংস শুরু হয়েছে মাত্র কদিন হল৷ কিন্তু এবার গোড়া থেকেই যেন স্লগ ওভারের মেজাজ৷ উন্নয়নের কাজ দ্রুত শেষ করতে বদ্ধপরিকর৷ আর সে কারণে যে কোনও পদক্ষেপই খুব দ্রুত নিয়ে বাংলাকে এগিয়ে নিয়ে যেতে চান তিনি৷ তাঁর সরকারের দ্বিতীয় পর্বের প্রথম প্রশাসনিক বৈঠকে সেই বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
শুক্রবার টাউন হলে বিভিন্ন দফতরের মন্ত্রী ও সচিবদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী৷ মূলত রাজ্যের উন্নয়নের অভিমুখটি নির্দিষ্ট করতেই ছিল এদিনের বৈঠক৷ কোন দফতরের উন্নয়ন কার কার হাত ধরে কোন খাতে বইবে তা এদিন স্পষ্ট করে দেন তিনি৷ উন্নয়নের জন্য বরাদ্দ টাকা তাই বেশি করে খরচ করার নির্দেশও দেন৷ গত কয়েক মাস নির্বাচনের কাজের জন্য উন্নয়ন থমকে ছিল৷ তাই এই পর্বের গোড়াতেই সরকারি প্রকল্পের কাজ শেষ করার উপর জোর দেন তিনি৷ এছাড়া আগামী উন্নয়নের রূপরেখাও ঠিক হয়৷
বৈঠক শেষে তিনি জানান, প্রত্যেকটি বিভাগকেই আলাদা করে গুরুত্ব দেওয়া হয়েছে৷ কোনও বিভাগকেই কম গুরুত্ব দেওয়া হয়নি৷ স্বাস্থ্য-শিক্ষা থেকে শুরু করে ১০০ দিনের কাজ প্রকল্প সবকিছুকেই সমান গুরুত্ব দিয়ে বিবেচনা করার কথা জানান৷ কেন্দ্র সরকারের প্রকল্পিত ১০০ দিনের কাজে আধার কার্ড বাধ্যতামূলক করা নীতিরও সমালোচনা করেন তিনি৷ প্রসঙ্গত, তাঁর চাপেই এই নীতি বন্ধ করতে বাধ্য হয়েছে কেন্দ্র সরকার৷ এছাড়া পরিষেবা করের বৃদ্ধি নিয়ে আরও একবার কেন্দ্রের সমালোচনায় মুখর হন৷ মানুষের উপর মূল্যবৃদ্ধি ও করের বোঝার চাপ নিয়ে এদিন কেন্দ্রকে তীব্র কটাক্ষও করেন তিনি৷ জানান, ভাত দেওয়ার ক্ষমতা যখন নেই তখন কিল মারার গোঁসাই হওয়ারও দরকার নেই৷ পাশাপাশি কেন্দ্র সরকারের ঋণ করে শোধ করেও যে পশ্চিমবঙ্গ সবুজসাথীর মতো প্রকল্প চালিয়ে নিয়ে যাবে তাও এদিন পরিষ্কার করে দেন তিনি৷
মোটামুটি তাঁর বৈঠক থেকে দুটি ব্যাপার স্পষ্ট হয়৷ যে উন্নয়নের উপর ভরসা করে মানুষ তাঁর উপর আস্থা রেখেছেন তাতে যাতে কোনওভাবে ভাটা না পড়ে তা নিশ্চিত করতে বদ্ধপরিকর তিনি৷ তাই তাঁর সরকারের সকল প্রকল্পগুলি যেমন চলছে তা যাতে একই গতিতে চলে সে ব্যাপারে নির্দেশ দেন তিনি৷ পাশাপাশি বিভিন্ন খাতে উন্নয়নের নয়া পদক্ষেপ নিতেও তৈরি তিনি৷ উন্নয়নের মাত্রাকে আরও বাড়াতে নানা পরিকল্পনা নিয়েছেন৷ সেই মতো মন্ত্রী ও সচিবদের নির্দেশও দিয়েছেন৷ সিঙ্গুর সমস্যা সমাধানের জন্যও এবার যে তিনি বাড়তি উদ্যোগ নেবেন তাও বুঝিয়ে দিলেন৷
প্রথম প্রশাসনিক বৈঠক থেকেই রাজ্যে এবারের উন্নয়ন কোন গতিতে হবে তা যেন বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.