ফাইল চিত্র।
নিরুফা খাতুন: গত কয়েকদিন ধরেই চাঁদিফাটা রোদে নাজেহাল বঙ্গবাসী। পশ্চিমের জেলাগুলোতে তাপপ্রবাহের সম্ভাবনা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে গরম ও অস্বস্তিকর পরিবেশ থাকবে শনিবার পর্যন্ত। কিন্তু সপ্তাহান্তের আবহাওয়া কেমন থাকবে? মিলবে কি ভ্যাপসা গরম থেকে মুক্তি? সেই প্রশ্নই সকলের মনে। উত্তর দিল হাওয়া অফিস। জানাল, উইকএন্ডে ঝড় ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবারও রাজ্যজুড়ে বৃষ্টিতে ভিজতে পারে গোটা বাংলা।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দিনের বেলার তাপমাত্রা স্বাভাবিকের থেকে চার-পাঁচ ডিগ্রি বেশি থাকবে পশ্চিমের জেলাগুলোতে। তাপপ্রবাহের সতর্কর্তা শনিবার পর্যন্ত। ৪২ ডিগ্রিতে পৌঁছে যেতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলার তাপমাত্রা। শনিবার থেকে শুরু বৃষ্টি। আজ অর্থাৎ শুক্রবার দক্ষিণবঙ্গের আট জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা। জেলাগুলো হল, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বীরভূম। বেশ কিছু এলাকায় লু- বইবার সম্ভাবনা। শনিবার তাপপ্রবাহের সম্ভাবনা ৯ জেলায়। তবে বিকেলের পর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা চার জেলায়। সোমবার ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে।
জানা গিয়েছে, উত্তরবঙ্গের পাঁচ জেলায় বাড়বে বৃষ্টি। আজ, শুক্রবার উপরের পাঁচ জেলায় বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়িতে প্রবল বৃষ্টি হতে পারে। শনি, রবি ও সোমবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি সঙ্গে দমকা ঝোড়ো হওয়া বইতে পারে। প্রসঙ্গত, দক্ষিণবঙ্গের আবহাওয়ার কথা মাথায় রেখে আমজনতাকে রোদে না বেরনোর পরামর্শই দিচ্ছেন বিশেষজ্ঞরা। বেরলেও একাধিক পরামর্শ মেনে চলার কথা বলা হচ্ছে। সঙ্গে ছাতা ও জল রাখা আবশ্যক।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.