Advertisement
Advertisement

Breaking News

WB Weather Update

একধাক্কায় ৩ ডিগ্রি বাড়ল তাপমাত্রা, সপ্তাহান্তে ফের পারদ পতনের সম্ভাবনা!

কবে বিদায় নেবে শীত?

WB Weather Update: Temperature may decrease in next 2 days

শীতের সকাল। ছবি: কৌশিক দত্ত।

Published by: Tiyasha Sarkar
  • Posted:February 6, 2025 9:08 am
  • Updated:February 6, 2025 9:36 am  

নিরুফা খাতুন: ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই এক ধাক্কায় ৩ ডিগ্রি বাড়ল তাপমাত্রা। তবে কুয়াশার চাদরে মুড়েছে চারপাশ। কিন্তু সপ্তাহান্তে ফের নামবে পারদ। সকাল ও সন্ধ্যায় অনুভূত হবে হালকা শীতের আমেজ, এমনটাই জানাল হাওয়া অফিস। আগামী সপ্তাহে ফের বাড়বে তাপমাত্রা। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহেই উধাও হবে শীত।

হাওয়া অফিস সূত্রে খবর, আগামিকাল অর্থাৎ শুক্রবার থেকে ফের নামবে তাপমাত্রার পারদ। একধাক্কায় ৪ ডিগ্রি নামতে পারে পারদ। সকাল ও সন্ধ্যায় অনুভূত হবে শীতের আমেজ। বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশার সতর্কবার্তা। কুয়াশা বেশি থাকার সম্ভাবনা দক্ষিণবঙ্গের নয় জেলা এবং উত্তরবঙ্গের তিন জেলায়। দৃশ্যমানতা ২০০ থেকে ৫০ মিটার নেমে আসবে। বাকি জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা। তবে আগামী সপ্তাহে ফের তাপমাত্রা বাড়বে বলেই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের।

Advertisement

বৃহস্পতিবারও উত্তরবঙ্গের ৩ জেলায় দাপট দেখাবে কুয়াশা। ঘন কুয়াশা থাকবে জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায়। দৃশ্যমানতা নেমে আসবে ৫০ মিটারে। বাকি জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। আগামিকাল থেকে কমবে তাপমাত্রা। দু-তিন দিনের মধ্যেই তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে বলে খবর। উল্লেখ্য, অতি ঘন কুয়াশার চাদরের মোড়া থাকবে বাংলা, ওড়িশা, হিমাচল প্রদেশে। শৈত্য প্রবাহের সতর্কবার্তা হিমাচল প্রদেশ ও রাজস্থানে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি অরুণাচল প্রদেশ, অসম এবং মেঘালয়ে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub