ছবি: সায়ন্তন ঘোষ।
নিরুফা খাতুন: শীতের (Winter)পথে বাধা হয়ে দাঁড়াবে ঘূর্ণাবর্ত। তবে শুক্রবার সকালের আবহাওয়ায় দিব্যি শীত-ভাব। তাপমাত্রার পারদ নামল ১৯ ডিগ্রির নিচে। জেলায় জেলায় এই তাপমাত্রা আরও খানিকটা নিম্নমুখী। পশ্চিমের জেলাগুলিতে ১৪ থেকে ১৫ ডিগ্রি তাপমাত্রায় রীতিমতো শীতের আমেজ। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই শীতবোধ উধাও। শুক্রবার সকালে কলকাতা ছিল কুয়াশায় ঢাকা। ময়দান-সহ একাধিক এলাকায় কম ছিল দৃশ্যমানতা। পরে আবহাওয়ায় সামান্য উষ্ণতার ছোঁয়া টের পাওয়া গিয়েছে।
নভেম্বরের মাঝামাঝি থেকেই শীতের আসি আসি ভাব। তবে পাকাপাকি শীত আগমন এখনই নয়, এমনই পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর (Alipore Weather Office)। কলকাতা ও আশেপাশের জেলার আবহাওয়া তেমনই ছিল। ঘূর্ণাবর্তের জেরে নিম্নচাপ এবং সেটাই উত্তরে হাওয়া প্রবেশের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে বলে জানা গিয়েছিল। তবে শুক্রবার সকালের আবহাওয়ায় রীতিমতো শিরশিরানি ভাব। আচমকা যেন এসে গিয়েছে শীত। কুয়াশা ঢাকা শহরের বিভিন্ন প্রান্ত। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, সকালের দিকে তাপমাত্রা ১৯ ডিগ্রির নিচে ছিল কলকাতায়। জেলায় জেলায় তা আরও কম। তবে এই তাপমাত্রা সকাল ও রাতে। দিনের বাকি সময় উষ্ণ থাকবে আবহাওয়া। জারি থাকবে অস্বস্তি। আগামী চার দিনে-রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে। সপ্তাহ শেষে পারদ আরও নামার ইঙ্গিত আবহাওয়া দপ্তরের।
দক্ষিণবঙ্গে আগমী কয়েকদিন এমনই আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। পশ্চিমের জেলাগুলিতে ১৪ থেকে ১৫ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে তাপমাত্রা। বৃষ্টির (Rain) সম্ভাবনা নেই কোনও। উত্তরবঙ্গেও একইরকম আবহাওয়া থাকবে আগামী ৭ দিন। তবে বঙ্গোপসাগর ও সংলগ্ন আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ায় তা নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। যদিও তার গতিপথ অন্ধ্রের দিকে। ফলে বঙ্গে ওই নিম্নচাপের তেমন প্রভাব পড়ার আশঙ্কা নেই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.