Advertisement
Advertisement

Breaking News

WB Weather Update

দু’রাতে কলকাতায় ৭ ডিগ্রি পারদপতন, ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে জমিয়ে ব্যাটিং শীতের

বজায় থাকবে কুয়াশার দাপট।

WB Weather Update: Temperature decrease 7 degree in Kolkata
Published by: Sayani Sen
  • Posted:February 8, 2025 10:18 am
  • Updated:February 8, 2025 10:41 am  

নিরুফা খাতুন: ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে জমিয়ে ব্যাটিং শীতের। গত দু’রাতে ৭ ডিগ্রি কমল কলকাতার তাপমাত্রা। শনিবারও স্বাভাবিকের নিচে রয়েছে তাপমাত্রার পারদ। সপ্তাহান্তেও বজায় থাকবে শীতের আমেজ। তবে রবি এবং সোমবার কুয়াশার সম্ভাবনা রয়েছে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৬ ডিগ্রি। শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৩১ থেকে ৯৩ শতাংশ।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়য়েছে, তবে শীত বেশিদিন স্থায়ী হবে না। রবি ও সোমবার পর্যন্ত শীতের আমেজ থাকবে। তবে শীতের বিদায় পর্ব শুরু আগামী সপ্তাহে। মাঘ মাসের শেষে অর্থাৎ ফেব্রুয়ারির মাঝামাঝি সময় শীতের বিদায় বলে মনে করা হচ্ছে। শনিবার মূলত আকাশ পরিষ্কার থাকবে। রবি ও সোমবার সকালে হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট বজায় থাকবে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম ও মুর্শিদাবাদে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। বাকি জেলাগুলিতে খুব সকালের দিকে হালকা কুয়াশা থাকতে পারে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

Advertisement

এদিকে, উত্তরবঙ্গেও কমছে তাপমাত্রা। রবিবার পর্যন্ত একইরকম তাপমাত্রা বজায় থাকবে। রবিবার পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে উত্তর-পশ্চিম ভারতে। তার প্রভাবে রবি ও সোমবার সিকিম-সহ উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় আবহাওয়ার পরিবর্তন হতে পারে। মঙ্গলবার থেকে আবার তাপমাত্রা বাড়বে বলে অনুমান আবহাওয়াবিদদের। উত্তরবঙ্গের চার জেলা দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুরে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। বাংলার পাশাপাশি ওড়িশাতেও অতি ঘন কুয়াশার সম্ভাবনা। সোম ও মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে অরুণাচল প্রদেশ, অসম এবং মেঘালয়ে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement