Advertisement
Advertisement

Breaking News

WB Weather Update

ডিসেম্বরের শুরুতেও কলকাতায় দেখা নেই শীতের! কী বলছে হাওয়া অফিস?

হাওয়া অফিস সূত্রে খবর, সপ্তাহান্তে নামবে তাপমাত্রা। একধাক্কায় চার থেকে পাঁচ ডিগ্রি নামতে পারে পারদ। তবে এখনই জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই।

WB Weather Update: Tempareture may decrease in kolkata in next 48 hours
Published by: Tiyasha Sarkar
  • Posted:December 3, 2024 9:46 am
  • Updated:December 3, 2024 10:27 am  

নিরুফা খাতুন: ক্যালেন্ডার বলছে, ডিসেম্বর পড়েছে। কিন্তু এখনও দেখা নেই শীতের। জেলাগুলোতে তাপমাত্রা নিম্নমুখী হলেও কলকাতায় নেই শীতের আমেজ। স্বাভাবিকভাবেই শীতপ্রেমীদের মনখারাপ। প্রশ্ন একটাই, তবে কি এবার জাঁকিয়ে শীতের দেখাই মিলবে না? সুখবর দিল হাওয়া অফিস, সপ্তাহান্তে নামবে তাপমাত্রা। একধাক্কায় চার থেকে পাঁচ ডিগ্রি নামতে পারে পারদ। তবে এখনই জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই।

হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গের তাপমাত্রার পরিবর্তনের খুব একটা সম্ভাবনা নেই। মূলত পরিষ্কার থাকবে আকাশ। উপকূল ও সংলগ্ন কিছু জেলায় আংশিক মেঘলা থাকলে আকাশ। সপ্তাহান্তে ধীরে ধীরে কমবে রাতের সর্বনিম্ন তাপমাত্রা। বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে চার থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা নামতে পারে বিভিন্ন জেলায়। পশ্চিমের জেলায় ফিরবে শীতের স্পেল। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে শীতের আমেজ অনেকটাই বাড়বে বলে খবর।

Advertisement

উত্তরবঙ্গেও আগামী পাঁচদিনে তাপমাত্রার পরিবর্তনের খুব একটা সম্ভাবনা নেই। দু-এক ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। শুক্রবার থেকে রবিবারের মধ্যে নতুন করে তাপমাত্রা নামতে পারে। সপ্তাহের মাঝেই বৃষ্টির আশঙ্কা রয়েছে। হালকা বৃষ্টি হতে পারে পার্বত্য এলাকায়। বৃহস্পতি এবং শুক্রবার, দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের অন্য জেলাতে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে তার আগে ঝকঝকে পরিষ্কার কাঞ্চনজঙ্ঘার দেখা পাওয়ার সম্ভাবনাও প্রবল। উল্লেখ্য, বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা কেরলের কিছু অংশে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে তামিলনাড়ু, পন্ডিচেরি, কর্ণাটকে। উত্তর-পশ্চিম ভারতের বেশ কিছু রাজ্যে কুয়াশার সর্তকতা। হিমাচলপ্রদেশ ও উত্তর প্রদেশের কিছু অংশে ঘন কুয়াশার সম্ভাবনা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement