Advertisement
Advertisement
WB Weather Update

বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি, চলতি সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা কতটা?

বৃষ্টি কমতেই পাল্লা দিয়ে বাড়ছে গরম।

WB Weather Update: No Rain forecast till Saturday
Published by: Paramita Paul
  • Posted:September 18, 2024 12:52 pm
  • Updated:September 18, 2024 4:21 pm  

নিরুফা খাতুন: নিম্নচাপের গেরো কেটেছে। রোদ ঝলমলে আকাশ। বৃষ্টি কমতেই পাল্লা দিয়ে বাড়ছে গরম। আলিপুর আবহাওয়া দপ্তপ বলছে, শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। তবে নিম্নচাপের ফেলে যাওয়া জলীয়বাষ্প আর্দ্রতাজনিত অস্বস্তির কারণ হবে।

হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গে রোদ ঝলমলে আকাশ। কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে। এই সপ্তাহে ভারি বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। স্বাভাবিক বা স্বাভাবিকের আশেপাশে থাকবে দিন ও রাতের তাপমাত্রা। তবে মৌসুমী অক্ষরেখার টানে প্রচুর জলীয়বাষ্প ঢুকছে। নিম্নচাপের ফেলে যাওয়া সেই জলীয়বাষ্প আর্দ্রতাজনিত অস্বস্তির কারণ হবে। শুক্রবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

Advertisement

কলকাতায় মূলত পরিষ্কার আকাশ। আবহাওয়ার উন্নতি। শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম। দু-এক পশলা হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও মূলত পরিষ্কার আকাশ। পার্বত্য এলাকায় আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। বাকি উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই।

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement