Advertisement
Advertisement
WB Weather Update

বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রূকুটি, মাঝ ডিসেম্বরে তাল কাটবে শীতের?

ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে জমিয়ে ব্যাটিং শীতের। রবিবার পর্যন্ত বাংলা জুড়ে জাঁকিয়ে শীত থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। পশ্চিমের সাত জেলায় শৈত্যপ্রবাহের সম্ভাবনাও রয়েছে। কিন্তু বঙ্গোপসাগরে চোখরাঙাচ্ছে নিম্নচাপ।

WB Weather Update: MeT predicts winter chill may halted due to depression in Bay of Bengal
Published by: Sayani Sen
  • Posted:December 14, 2024 10:24 am
  • Updated:December 14, 2024 10:50 am  

নিরুফা খাতুন: ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে জমিয়ে ব্যাটিং শীতের। রবিবার পর্যন্ত বাংলা জুড়ে জাঁকিয়ে শীত থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। পশ্চিমের সাত জেলায় শৈত্যপ্রবাহের সম্ভাবনাও রয়েছে। কিন্তু বঙ্গোপসাগরে চোখরাঙাচ্ছে নিম্নচাপ। দক্ষিণ আন্দামান সাগরে ঘূর্ণাবর্তের সম্ভাবনা। ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে পারে দক্ষিণ বঙ্গোপসাগরে। নিম্নচাপের অভিমুখ থাকবে তামিলনাডু উপকূল। তবে কি মাঝ ডিসেম্বরে তাল কাটবে শীতের, উঠছে প্রশ্ন।

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আপাতত কলকাতায় তাপমাত্রার পারদ ১৫ ডিগ্রির নিচে। শনিবার মহানগরীর তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ২৪.৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৪২ থেকে ৮৯ শতাংশ। পশ্চিমের জেলায় ১০ ডিগ্রির নিচে চলে গেছে তাপমাত্রা। জাঁকিয়ে শীতের স্পেল রবিবার পর্যন্ত। আগামী বুধবার পর্যন্ত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। পশ্চিমের সাত জেলায় শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। পশ্চিম মেদিনীপুর, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়ায় শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। রাত ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের নিচেই থাকবে।

Advertisement

জাঁকিয়ে শীতের স্পেল বজায় থাকবে উত্তরবঙ্গেও। তাপমাত্রা স্বাভাবিকের থেকে নিচে থাকবে বলে অনুমান আবহাওয়া দপ্তরের। আগামী দুদিন তাপমাত্রার কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। সোমবার সামান্য বাড়তে পারে তাপমাত্রা। তবে স্বাভাবিকের নিচেই থাকবে পারদ। বৃষ্টির সম্ভাবনা নেই। কুয়াশার দাপট থাকবে তিন জেলাতে। পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। এদিকে, আগামী দু-তিন দিন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টির সম্ভাবনা। ঘন কুয়াশার দাপট বজায় থাকবে ওড়িশা, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর মিজোরাম এবং ত্রিপুরাতে। চরম শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে পাঞ্জাবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement