Advertisement
Advertisement

Breaking News

WB Weather Update

একধাক্কায় কমল বঙ্গের তাপমাত্রা, শুক্রেও ঝড়বৃষ্টিতে তছনছ হতে পারে ৭ জেলা

ভিজতে পারে উত্তরের জেলাগুলিও।

WB Weather Update: MeT predicts thunderstorm in seven district of West Bengal

ফাইল ছবি

Published by: Sayani Sen
  • Posted:April 11, 2025 10:30 am
  • Updated:April 11, 2025 10:32 am  

নিরুফা খাতুন: আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী লক্ষ্মীবারে ভিজেছে বাংলা। ঝড়বৃষ্টির ফলে তীব্র গরম থেকে কিছুটা হলেও রেহাই পেয়েছেন বঙ্গবাসী। কারণ, একধাক্কায় বেশ কিছুটা নিম্নমুখী তাপমাত্রার পারদ। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, শুক্রবারও দক্ষিণবঙ্গের ৭ জেলায় হতে পারে ঝড়বৃষ্টি। ভিজতে পারে উত্তরের জেলাগুলিও।

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টায় এটি উত্তর ও উত্তর-পূর্ব দিকে এগিয়ে মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করবে। মধ্য বঙ্গোপসাগর এলাকায় এটি ক্রমেই শক্তি ক্ষয় করবে। তবে শুক্রবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া ও বাঁকুড়ায় ঝড়বৃষ্টি হতে পারে। ৩০-৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে। আবার শনিবার পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামেও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Advertisement

রবিবার কলকাতা, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূমে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৪০-৬০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো বাতাস। আগামী সোমবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির সতর্কতা।

ঝড়বৃষ্টিতে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে নিচে। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.৪ ডিগ্রি। বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৮ থেকে ৯০ শতাংশ। এদিকে, শুধু বাংলাই নয়। ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভিজতে পারে অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, বিহার, সিকিম, তামিলনাড়ু ও কেরলে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement