Advertisement
Advertisement
WB Weather Update

নিম্নচাপের কাঁটায় বাড়তে পারে তাপমাত্রা, ক্রিসমাসের আগে বঙ্গে ফের শীতের ছন্দপতন?

রবিবারের তুলনায় সামান্য বাড়ল কলকাতার তাপমাত্রা।

WB Weather Update: MeT predicts temperature will be increase after today
Published by: Sayani Sen
  • Posted:December 16, 2024 10:48 am
  • Updated:December 16, 2024 10:48 am  

নিরুফা খাতুন: রবিবারের তুলনায় তাপমাত্রা বাড়লেও, পৌষের শুরুতে ঝোড়ো ব্যাটিং করছে শীত। তবে শীতবিলাসীদের জন্য দুঃসংবাদই শোনাল হাওয়া অফিস। কারণ, নিম্নচাপের গেরোয় মঙ্গলবার থেকেই বাড়তে পারে তাপমাত্রা। তবে কি এবার উষ্ণ ক্রিসমাসের সাক্ষী থাকবে বাংলা, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন।

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ফের নিম্নচাপের সম্ভাবনা বঙ্গোপসাগরে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। সোমবার ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে পারে দক্ষিণ বঙ্গোপসাগরে। যদিও এই নিম্নচাপের অভিমুখ থাকবে তামিলনাডু উপকূল। নিম্নচাপ এলাকা রয়েছে লাক্ষাদ্বীপ এবং মালদ্বীপ সংলগ্ন এলাকায়। এই নিম্নচাপ ক্রমশ শক্তি হারাচ্ছে। ঘূর্ণাবর্ত রয়েছে অসমে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে উত্তর-পশ্চিম ভারতে। তার ফলে আগামী সোম ও মঙ্গলবার উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

Advertisement

সোমবার কলকাতার তাপমাত্রা সামান্য বেড়ে ১৩ ডিগ্রির ঘরে। সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি। রাত ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের বেশ কিছুটা নিচে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪০ থেকে ৯৩ শতাংশ। আরও ২৪ ঘন্টা আকাশ পরিষ্কার থাকবে। তবে মঙ্গলবার থেকে ধীরে ধীরে বাড়বে কলকাতা-সহ প্রায় সবকটি জেলার তাপমাত্রা। ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা। আগামী শনিবার দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement